ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের কঠোর পদক্ষেপ

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৮ পিএম

২০২৩ সালের মে মাসেও ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করেছিল তুরস্ক। ছবি : সংগৃহীত
গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে তুরস্ক। পাশাপাশি তেলআবিবকে তুর্কি বন্দর ব্যবহারের অনুমতিও বাতিল করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সংসদের বিশেষ অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে এ ঘোষণা দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি জানান, ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণভাবে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা।
বক্তৃতায় ফিদান বলেন, গত দুই বছর ধরে সারা বিশ্বের চোখের সামনে মৌলিক ও মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাই আমরা তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছি। তুরস্কের কোনো জাহাজ ইসরায়েলি বন্দরে যাবে না। আমাদের আকাশসীমায় তাদের বিমান প্রবেশ করতে পারবে না।
আরো পড়ুন : মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
এর আগে ২০২৩ সালের মে মাসেও ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করেছিল তুরস্ক। সে সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশের দাবি জানায় আঙ্কারা। উল্লেখযোগ্য যে, ২০২৩ সালে ইসরায়েল ও তুরস্কের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭ বিলিয়ন ডলার।