×

রংপুর

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৫ উপজেলার মানুষ পানিবন্দি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০২:০১ পিএম

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৫ উপজেলার মানুষ পানিবন্দি

ছবি : সংগৃহীত

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। এতে লালমনিরহাট জেলার পাঁচ উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে তৃতীয় দফায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৬ মিটার, যা বিপৎসীমার চেয়ে ১১ সেন্টিমিটার বেশি। সকাল ৯টার মধ্যে পানির উচ্চতা আরো বাড়তে বাড়তে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে পৌঁছায়।

তিনি বলেন, তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও বর্তমানে স্বল্পমাত্রার বন্যা পরিস্থিতি বিরাজ করছে। তবে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।

তিস্তায় পানি বাড়ার কারণে কারণে লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।

আরো পড়ুন : বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এর মধ্যে পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান, সিঙ্গামারী, সিন্দুর্না, হলদিবাড়ী ও ডাউয়াবাড়ী, কালীগঞ্জের ভোটমারী, শৈলমারী, নোহালী, আদিতমারীর মহিষখোচা, গোবর্ধন, বাহাদুরপাড়া, পলাশী এবং সদর উপজেলার খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর, বড়বাড়ী ও গোকুন্ডা ইউনিয়নের নিচু অঞ্চল প্লাবিত হয়েছে।

দুর্গতরা জানিয়েছেন, চরাঞ্চলের রাস্তা-ঘাট ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। গবাদি পশু, শিশু ও বৃদ্ধদের নিয়ে তারা চরম দুর্ভোগে রয়েছেন।

কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারীর ইস্ট্রাকো সোলার প্যানেল এলাকায় ভাঙনের ঝুঁকি দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, সোলার প্যানেল বসানোর কারণে তিস্তার মূল স্রোত পরিবর্তিত হয়ে লোকালয়ের দিকে চাপ তৈরি করেছে। ফলে বাঁধ ভেঙে গেলে পানি সরাসরি কালীগঞ্জ উপজেলা শহরে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা এনামুল কবির বলেন, সোলার প্যানেলের কারণে পানির চাপ বেড়েছে। যদি বাঁধ ভেঙে যায়, হাজারো পরিবার গৃহহীন হয়ে পড়বে।

হাতীবান্ধার দিনমজুর সামসুল আলম জানান, তাদের পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গবাদি পশু, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিয়ে আমরা চরম বিপাকে আছি। এখনো কোনো ত্রাণ পাইনি।

আদিতমারীর গোবর্ধন গ্রামের আব্দুর করিম (৭০) বলেন, এ নিয়ে তিন দফা বন্যায় পড়েছি। প্রতিবারই গবাদি পশু ও পরিবার নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রাকিব হায়দার বলেন, পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কী বার্তা নিয়ে আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

২১ আগস্ট বাণিজ্যমন্ত্রী ও ২৩ আগস্ট আসছেন উপপ্রধানমন্ত্রী কী বার্তা নিয়ে আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: আহত আরেক শিক্ষকের মৃত্যু

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: আহত আরেক শিক্ষকের মৃত্যু

সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ: আসিফ মাহমুদ

সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ: আসিফ মাহমুদ

লুট হওয়া পাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ

লুট হওয়া পাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App