বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৫ পিএম

ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় সমুদ্রবন্দরগুলোতে দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ বিষয়ে সতর্কবার্তা জারি করেছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বেশি এবং সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরো পড়ুন : সন্ধ্যার মধ্যে চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিকে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টার আগে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এ সময় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।