×

রংপুর

ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত নীলফামারীর জনজীবন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ এএম

ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত নীলফামারীর জনজীবন

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশা, হিমশীতল বাতাস আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় উত্তরের জেলা নীলফামারীর জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। রাত থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টির ফোঁটার মতো শিশির পড়ছে। দিনের বেলাতেও সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টায় ডিমলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

রাত ও দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি থাকায় দিনের তুলনায় রাতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা পেতে মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তবে শীতে কাজে বের হতে গিয়ে বিপাকে পড়ছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। হিমশীতল বাতাসে চরাঞ্চলের মানুষের জন্য ঘরে থাকা কঠিন হয়ে পড়েছে।

আরো পড়ুন : কুয়াশায় ঢাকা রাজধানীর সকাল, আকাশ থাকবে মেঘলা

তীব্র শীতের প্রভাবে শীতজনিত রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকেই। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত অসুস্থতার হার বেশি দেখা যাচ্ছে। ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে।

সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাতভর কুয়াশায় ভিজে গেছে পিচঢালা সড়ক। গাছের পাতা, ফসলের খেত ও ঘাসের ওপর থেকে টপটপ করে ঝরছে শিশিরবিন্দু। ঘন কুয়াশার কারণে সকাল থেকেই যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কুয়াশার মধ্যেই শীতের পোশাক গায়ে জড়িয়ে কর্মজীবী মানুষদের ছুটতে দেখা গেছে জীবিকার সন্ধানে।

চৌরঙ্গী মোড় এলাকার রিকশাচালক হালিম আলী বলেন, সকালে রিকশা নিয়ে বের হলেও শীতের কারণে যাত্রী পাচ্ছি না। আজ সকাল থেকেই প্রচণ্ড ঠান্ডা।

জলঢাকা উপজেলার কৃষক রবিউল ইসলাম জানান, প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে ধানের বীজতলা কিছুটা ক্ষতির মুখে পড়ছে।

ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর সবুর বলেন, আজ সকালে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গত কয়েক দিনের তুলনায় কম। আগামী দিনে কুয়াশা ও শীতের দাপট আরও বাড়তে পারে।

নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, শীতের কারণে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু ও বয়স্কদের মধ্যে আক্রান্তের হার বেশি।

এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, নিম্ন আয়ের মানুষের জন্য পর্যাপ্ত শীতবস্ত্রের ব্যবস্থা করা হয়েছে এবং প্রয়োজন হলে তা আরো বাড়ানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুলের

অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুলের

খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল

খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল

হাদি হত্যার বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

হাদি হত্যার বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে মাথায় গুলি

এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে মাথায় গুলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App