×

দক্ষিণ আমেরিকা

কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১১:২৯ এএম

কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, তার স্ত্রী ও ছেলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়।

শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে মার্কিন ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন। বিবৃতিতে তিনি পেত্রোকে ‘মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক’ আখ্যা দেন।

বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ক্ষমতায় আসার পর থেকে কলম্বিয়ায় কোকেন উৎপাদনে রেকর্ড বৃদ্ধি ঘটেছে। ২০২২ সালের পর থেকে যে পরিমাণ কোকেন উৎপাদিত হচ্ছে, তা গত কয়েক দশকের চেয়েও বেশি। এই বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করে মার্কিন সমাজকে বিপর্যস্ত করছে।

আরো পড়ুন : ব্রাজিলের বিচারমন্ত্রীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের দমন না করে বরং পেত্রো সরকার তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বদ্ধপরিকর, তাই কলম্বিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে মাদক পাচার আমরা কোনোভাবেই সহ্য করব না।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট পেত্রো এসব অভিযোগকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আমার সরকারের আমলে কোকেন উৎপাদন নয়, বরং হ্রাস পেয়েছে। এই সময়ে কলম্বিয়া ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ কোকেন জব্দ করেছে।

বার্তার শেষে পেত্রো লাতিন আমেরিকার বামপন্থি বিপ্লবীদের স্লোগান উদ্ধৃত করে লেখেন, আমরা এক পা-ও পিছু হটব না এবং কখনও হাঁটু গেড়ে বসব না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সিজন ফোর’ নিয়ে আসছে ‘আইকে মিউজিক স্টেশন’

‘সিজন ফোর’ নিয়ে আসছে ‘আইকে মিউজিক স্টেশন’

শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস

শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস

ভারতের ‘নন-ফ্যামিলি’ পোস্টিংয়ের কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের ‘নন-ফ্যামিলি’ পোস্টিংয়ের কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরো ৫ নেতা বহিষ্কার

বিএনপির আরো ৫ নেতা বহিষ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App