ভক্তদের জন্য খারাপ লাগছে, বললেন পুরান
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৩:৫২ পিএম
নিকোলাস পুরান
টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ওয়েস্ট ইন্ডিজ। আইপিএল, সিপিএলের মতো লিগ ক্যারিবীয় ছাড়া জমে না। নিকোলাস পুরান, এভিন লুইসরা সেখানে হটকেক। টি-টোয়েন্টির দুইবারের চ্যাম্পিয়নও তারা। অথচ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ শেষে হতাশা ব্যক্ত করেছেন দলটির অধিনায়ক নিকোলাস পুরান। চোখে, মুখে লেগে থাকা বিদায়ের হতাশা লুকাতে না পেরে বললেন, ভালো এক শিক্ষা এই বিদায়। খবর স্পোর্টস ম্যাক্সের।
[caption id="attachment_377161" align="aligncenter" width="700"]
নিকোলাস পুরান[/caption]
গণমাধ্যমে পুরান বলেন, ব্যাটিং উইকেটে আমরা ভালো ব্যাট করতে পারেনি। এখানে ১৪৫ রান আটকানো বোলারদের জন্য কঠিন। পুরো আসরেই আমরা ভালো ব্যাটিং করিনি। আয়ারল্যান্ডকে অভিনন্দন। তারা ব্যাটে-বলে খুবই ভালো করেছে। এটা আমাদর জন্য বড় একটা শিক্ষা। আমরা হতাশ, ভক্তদের জন্যও খারাপ লাগছে। আমি নিজেও ব্যাট হাতে দলকে হতাশ করেছি।
