×

খেলা

ফিরে দেখা ২০২৪

বাংলাদেশের পাকিস্তান জয়, সাকিবের 'অনিশ্চয়তা' ও পাপন-সালাউদ্দিনের বিদায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম

বাংলাদেশের পাকিস্তান জয়, সাকিবের 'অনিশ্চয়তা' ও পাপন-সালাউদ্দিনের বিদায়

ছবি: সংগৃহীত

   

যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশা দিয়ে শুরু, এরপর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের আনন্দ, জুলাই গণঅভ্যুত্থানের পর সাকিব আল হাসানের 'অনিশ্চিত' আন্তর্জাতিক ক্রিকেট এবং শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশের ক্রিকেটে গেছে এক অম্ল মধুর ২০২৪। আর ফুটবলে নানা পরিবর্তনের মাঝেই ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলা নিশ্চিত হওয়ায় বছরটা ভালো খবর দিয়েই শেষ হচ্ছে।

বরাবরের মতোই আলোচনায় সাকিব

খেলার মাঠে থাকেন আর নাই থাকেন, সাকিব আল হাসানকে ঘিরে আলোচনার কমতি ছিল না কখনো, ২০২৪ সালও ব্যতিক্রম নয়। তার ২০২৪ সাল যেখানে শুরু হয়েছিল, শেষ হয়েছে ঠিক বিপরীত প্রান্তে। ৭ জানুয়ারি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য হয়ে বছর শুরু করেন। বছর শেষে দেশে ফেরা নিয়েই 'অনিশ্চয়তা'। এর মাঝে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনার দেশত্যাগের মতো ঐতিহাসিক এবং তাৎপর্যময় সময় গেছে। অবশ্য সরকার পতনের পরেও সাকিব বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন। কিন্তু সেটি ছিল দেশের বাইরে।

সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে শেষ একটি টেস্ট দেশে খেলার ইচ্ছা পোষণ করেন। তবে তার দেশে ফিরে টেস্ট খেলা নিয়ে নানা পক্ষ নানা কথা বললেও শেষ পর্যন্ত আর ফেরা হয়নি। বরং এর মাঝে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। আপাতত বোলিং অ্যাকশন শোধরানোর আগে আন্তর্জাতিক ক্রিকেট স্বীকৃত কোনও টুর্নামেন্টেই বোলিং করতে পারবেন না সাকিব। বলা যায়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার বিদায় এক রকম নিশ্চিত। শুধু ঘোষণার অপেক্ষায়।

পাপন ও সালাউদ্দিন অধ্যায়ের সমাপ্তি

সাকিব আল হাসান এবং আওয়ামী লীগের মতোই একই সঙ্গে জয় এবং চূড়ান্ত পতন দেখেছেন বাংলাদেশ ক্রিকেটের গত এক দশকের পরিচিত মুখ নাজমুল হাসান পাপন। ২০২৪ সালে নির্বাচনে জয়ের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। একই সঙ্গে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট এবং সামগ্রিক খেলাধুলার জগতের দায়িত্ব নেয়া পাপন ৫ আগস্টের পর আর জনসম্মুখে আসেননি।

কার্যতই সংসদ থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবখানেই পদ হারিয়েছেন পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে আছেন সাবেক নির্বাচক ফারুক আহমেদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম মুখ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক পরিবর্তন এসেছে। 

যেমন প্রথমদিকে আবারও নির্বাচনের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে দাঁড়াননি কাজী সালাউদ্দিন। দেশের ফুটবলের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। ফুটবলের আরেক নিয়মিত মুখ সালাম মুর্শেদী ছাত্র আন্দোলনের পরে হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্যও ছিলেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ও নতুন ঘরোয়া টুর্নামেন্টের যাত্রা শুরু

বছরের শুরুতেই হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে তামিম ইকবালের ফরচুন বরিশাল শিরোপা জিতেছিল। মাঠের বাইরের মতোই বিপিএলেও আলোচনায় ছিলেন 'সাকিব-তামিম'। বিশেষত সাকিব আল হাসানের উইকেট যাওয়ার পর তামিম ইকবাল তার উদযাপন ব্যঙ্গ করায় আলোচনা তুঙ্গে ছিল। ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টোয়েন্টি আসর আয়োজন করেছে। বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডারে শুধু দেশের ক্রিকেটারদের জন্য একটা টি-টোয়েন্টি আসর যোগ হলো।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সফল হয়েও ব্যর্থ

বাংলাদেশ ক্রিকেট দল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি সিরিজ খেলতে গিয়ে ২-১ এ হেরে যায়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে একেবারে ব্যর্থ বলা যায় না। ২০০৭ থেকে ২০২৪, ৯ম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে বাংলাদেশ প্রথমবারের মতো সেরা আটে জায়গা করে নেয়। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ, সেমিফাইনালে খেলারও সুযোগ ছিল। তবে শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। ২০২৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ চার ম্যাচ খেলে শুধু স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে। এটাই বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া এবং জয় পাওয়া। শেষদিকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে ছোট তামিমরা।

বাংলাদেশের পাকিস্তান জয়

২০২৪ সালে বাংলাদেশের অন্যতম হাইলাইট হয়ে থাকবে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ জয়। সেটাও পাকিস্তানের মাটিতে। প্রথম টেস্ট ৬ উইকেটে ও দ্বিতীয় টেস্ট ১০ উইকেটে জিতে নেয় বাংলাদেশ। এই সিরিজে দেশের অন্যতম প্রাপ্তি ছিল নাহিদ রানা। বাংলাদেশের এই ফাস্ট বোলার একের পর এক ঘণ্টায় ১৪৫-১৫০ কিলোমিটার বেগে বল করতে সক্ষম। বাংলাদেশের ক্রিকেটে এমন গতিময় বোলার খুবই বিরল। ১০ উইকেট ও ১৫৫ রান নিয়ে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও লিটন দাসও বড় অবদান রেখছিলেন এই সিরিজ জয়ে। 

তবে বাংলাদেশের এই পাকিস্তান সিরিজ জয়ের আনন্দ বেশি দিন থাকেনি। এরপরে একাধারে দক্ষিণ আফ্রিকা, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচ জিতে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হলেও টি-টোয়েন্টির জায়ান্ট দলটির বিপক্ষে ক্ষুদ্রতম সংস্করণে শোধ তুলে নেয় তারা।

হামজা এখন বাংলাদেশি

বছরের একদম শেষ দিকে খবর এলো বাংলাদেশের হয়ে খেলতে হামজা চৌধুরীর আর কোনও বাধা নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ১৯ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন।

প্রথমে হামজা নিজের ইচ্ছা প্রকাশ, অতঃপর বাংলাদেশের তরফ থেকে চেষ্টা, আনুষ্ঠানিক প্রস্তাবনা, চলতি বছর বাংলাদেশের পাসপোর্ট হাতে পাওয়া, ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের সবুজ সংকেত এবং সবশেষ ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদন পেয়ে লাল সবুজ জার্সি গায়ে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলা তার জন্য সময়ের ব্যাপার মাত্র।

বাংলাদেশ নারী ফুটবল দলের দক্ষিণ এশিয়া জয়

বাংলাদেশের নারী ফুটবল দল টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপ সাফ জিতে ঘরে ফিরেছে। ২০২২ সালের পর ২০২৪ সালের এই আসরে বাংলাদেশ নেপালকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে। গেলবারের মতো এবারো বাংলাদেশের নারী দলের বিজয় উদযাপনের জন্য ছাদখোলা বাসের আয়োজন করা হয়েছে।

হকিতে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে

বাংলাদেশ অনূর্ধ্ব- ২১ হকি দল বা যুব হকি দল আগামী বছর ভারতে যুব হকি বিশ্বকাপে অংশ নেবে। হকিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ টুর্নামেন্টে খেলার প্রথম ঘটনা। থাইল্যান্ডকে ৭–২ গোলে হারিয়ে যুব বিশ্বকাপে খেলা নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব–২১ দল। এর আগে ওমানকে ৩–১ হারিয়েছিল বাংলাদেশ। চীন ও মালয়েশিয়ার বিপক্ষে ড্র করেছিল তারা। তবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একটি ম্যাচে ৬-০ গোলে হেরেছিল। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বছর শেষ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ আসর দিয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App