এমবাপ্পের জাদু, নাটকীয় জয়ে সেমিফাইনালে রিয়াল

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১০:৩১ এএম

ছবি: সংগৃহীত
শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপ্পের বাইসাইকেল কিকে দুর্দান্ত এক গোল—আর তাতেই নাটকীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইউরোপের চ্যাম্পিয়নরা।
ম্যাচের প্রথমার্ধে ১০ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন গঞ্জালো গার্সিয়া, অ্যাসিস্ট করেন আর্দা গুলার। এরপর ২০ মিনিটে ব্যবধান ২-০ করেন ফ্রান গার্সিয়া।
তবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে শুরু হয় নাটকীয়তা। ম্যাচের ৯৩তম মিনিটে ম্যাক্সিমিলিয়ান বিয়ার ডর্টমুন্ডের হয়ে প্রথম গোল করে ব্যবধান ২-১ করেন। ঠিক এক মিনিট পর (৯৪ মিনিটে) কিলিয়ান এমবাপ্পে অসাধারণ বাইসাইকেল কিকে গোল করে ৩-১ করেন স্কোরলাইন।
৯৮ মিনিটে রিয়ালের হুইসেন ফাউল করলে ডর্টমুন্ড পায় পেনাল্টি, লাল কার্ড দেখেন হুইসেন। স্পট কিক থেকে সেরহু গুইরেসি গোল করে ব্যবধান ৩-২ এ নামিয়ে আনেন। আর শেষ মুহূর্তে মার্সেল সাবিৎসারের সমতাসূচক শট ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া, বাঁচিয়ে দেন দলকে। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত রিয়াল ধরে রাখে লিড।
অবশ্য রিয়ালের সামনে এখন চ্যালেঞ্জ আরও বড়—সেমিফাইনালে তারা মুখোমুখি পিএসজির, একই রাতে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। আগামী বৃহস্পতিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি ।