×

খেলা

মেসিই বিশ্বের সেরা ফুটবলার, বললেন রিয়ালের ‘মাস্তান’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৯:০৪ পিএম

মেসিই বিশ্বের সেরা ফুটবলার, বললেন রিয়ালের ‘মাস্তান’

ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর চোখে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। ছবি: এএফপি

লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ গোটা ফুটবল দুনিয়া। শিশু থেকে বৃদ্ধ, মেসি যখন মাঠে পায়ের কারিশমা দেখান তখন মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন সবাই। ফুটবলে আগত ভবিষ্যৎ তারকারদের মধ্যেও অনেকেই এ আর্জেন্টাইন মহাতারকা থেকে অনুপ্রাণিত। তবে চিরশত্রু শিবিরে সদ্য যোগ দেয়া কেউ মেসির নামে গুণগান গাইলে তা শিরোনাম হওয়ার মতোই। তেমনটাই হয়েছে! রিয়াল মাদ্রিদে যোগ দেয়া আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর কাছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাবেক সুপারস্টার মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়।

গত মাসে রিয়ালের সঙ্গে ৬ বছরের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেন মাস্তানতুয়োনো। ১৮ বছর বয়সে পা দেয়ার দিনই বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্প্যানিশ জায়ান্টদের দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। এদিন সান্তিয়াগো বার্নাব্যুতে তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় রিয়াল। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের হাত থেকে ক্লাবের জার্সি নেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

সংবাদ সম্মেলনে রিয়ালে যোগ দিয়ে শৈশবের স্বপ্নপূরণের কথা জানান মাস্তানতুয়োনো। অল হোয়াইটদের হয়ে নিজের ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও কথা বলেন তিনি। সম্মেলনের শেষদিকে তার কাছে জানতে চাওয়া হয় সেই জনপ্রিয় প্রশ্ন, তার চোখে বিশ্বের সেট ফুটবলার কে?

জবাবে কালক্ষেপণ না করে মাস্তানতুয়োনো বলেন, আমার কাছে বিশ্বের সেরা ফুটবলার মেসি। আমি আর্জেন্টাইন এবং আমার চোখে সে-ই সেরা। পরে রিয়ালের জার্সিতে খেলা আর্জেন্টাইনদের প্রসঙ্গে তিনি বলেন, রিয়াল মাদ্রিদের কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারদেরই আমি অনুসরণ করি। আলফ্রেদো ডি স্টেফানোকে অবশ্য দেখিনি। তবে (আনহেল) ডি মারিয়া ও (গঞ্জালো) হিগুয়েনের খেলা অনেক দেখেছি। তাদের খেলা আমাকে মুগ্ধ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশব্যাপী প্রতিভা খুঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি: আমিনুল হক

দেশব্যাপী প্রতিভা খুঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি: আমিনুল হক

পাকিস্তানে মেঘ ভাঙা বৃষ্টিতে নিহত ২০০

পাকিস্তানে মেঘ ভাঙা বৃষ্টিতে নিহত ২০০

মেসিই বিশ্বের সেরা ফুটবলার, বললেন রিয়ালের ‘মাস্তান’

মেসিই বিশ্বের সেরা ফুটবলার, বললেন রিয়ালের ‘মাস্তান’

মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের একের পর এক বৈঠক: নির্বাচন নাকি বিকল্প কূটনীতি

মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের একের পর এক বৈঠক: নির্বাচন নাকি বিকল্প কূটনীতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App