×

খেলা

আইরিশদের ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজে লিড বাংলাদেশের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

আইরিশদের ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজে লিড বাংলাদেশের

ছবি: সংগৃহীত

সিলেট টেস্টে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই একচ্ছত্র আধিপত্য দেখিয়ে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন ৫ উইকেটে ৮৬ রানে দিন শেষ করা আইরিশরা চতুর্থ দিনে লড়াই করে দলীয় সংগ্রহ নিয়ে যায় ২৫৪ রানে। তবে শেষ পর্যন্ত পুরো দল অলআউট হওয়ায় ইনিংস পরাজয় এড়ানো সম্ভব হয়নি তাদের। সাদা পোশাকের ক্রিকেটে এটি বাংলাদেশের চতুর্থ ইনিংস ব্যবধানে জয়।

বৃহস্পতিবার ৩০১ রানের লিড নিয়ে ৮ উইকেটে ৫৮৭ রানের দলীয় সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর বল করতে নেমেই টাইগার বোলাররা দারুণ আক্রমণাত্মক হয়ে ওঠে। দিনের শেষটায় মাত্র ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে অতিথিরা।

শুক্রবার (১৪ নভেম্বর) অবশ্য আইরিশ ব্যাটাররা কিছুটা লড়াইয়ের চেষ্টা করে। শুরুতে কয়েকটি বাউন্ডারি পেলেও খুব বেশি দূর এগোতে পারেননি। প্রথম আঘাত হানেন তাইজুল ইসলাম (৩-৮৪)। তাঁর বলেই ফিরতে হয় ম্যাথিউ হামফ্রিজকে। এরপর অ্যান্ডি ম্যাকব্রাইন (৫২) ও অধিনায়ক অ্যান্ডি বালবার্নি (৩৮) জুটি বেঁধে ৬৬ রানের এক পার্টনারশিপ গড়েন।

তবে সেই জুটি ভাঙেন নাহিদ রানা (২-৪০)। বালবার্নিকে তুলে নিয়ে ম্যাচে ফের টার্নিং পয়েন্ট এনে দেন তিনি। কিছুক্ষণ পরই হাসান মুরাদ (৪-৬০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ম্যাকব্রাইনকে, ভেঙে যায় আয়ারল্যান্ডের শেষ ভরসাটুকুও। শেষ দিকে জর্ডান নিল (৩৬) এবং ব্যারি ম্যাককার্থি (২৫) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু মুরাদ আবার আঘাত হানেন এবং দিনের শেষ উইকেটটি তুলে নেন তাইজুল। বাংলাদেশকে নিশ্চিত করেন দাপুটে জয়।

ম্যাচ জুড়ে বাংলাদেশের ছিল দারুণ আধিপত্য। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও প্রথম ইনিংসে মাত্র ২৮৬ রানে থামে আয়ারল্যান্ড। জবাবে টাইগাররা তোলে ৫৮৭/৮, যেখানে মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত ১৭১ রানের ইনিংস আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল সেঞ্চুরি (১০০) ছিল ব্যাটিংয়ের স্তম্ভ। অসাধারণ ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন জয়। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর, মিরপুরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সরকারের কাছে ৮ দলের তিন দাবি’

‘সরকারের কাছে ৮ দলের তিন দাবি’

আইরিশদের ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজে লিড বাংলাদেশের

আইরিশদের ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজে লিড বাংলাদেশের

রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App