
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ১০:৪৩ এএম
আরো পড়ুন
লুকে শ'র প্রথম গোল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২১, ০২:০৬ এএম

গোল করার পর লুকে শ এর উল্লাস।
উয়েফা ইউরোর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২ মিনিটের সময় গোল হজম করেছে ইতালি। ইংল্যান্ডের হয়ে মহাগুরুত্বপূর্ণ এই গোলটি করেন লুকে শ।
ত্রিপারের করা ক্রস লুকে শ এর পায়ে এসে পরে। ইতালির রক্ষণভাগ ইংল্যান্ডের অন্য খেলোয়াড়দের যখন কড়া নজরে রাখছিলেন, তখন লুকে শ ছিলেন একটু দূরে। ফলে ত্রিপারের ক্রস তার পায়ে আসা মাত্র বল জালে পাঠিয়ে দেন শ। এটি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোল।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

গোল করার পর লুকে শ এর উল্লাস।
উয়েফা ইউরোর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২ মিনিটের সময় গোল হজম করেছে ইতালি। ইংল্যান্ডের হয়ে মহাগুরুত্বপূর্ণ এই গোলটি করেন লুকে শ।
ত্রিপারের করা ক্রস লুকে শ এর পায়ে এসে পরে। ইতালির রক্ষণভাগ ইংল্যান্ডের অন্য খেলোয়াড়দের যখন কড়া নজরে রাখছিলেন, তখন লুকে শ ছিলেন একটু দূরে। ফলে ত্রিপারের ক্রস তার পায়ে আসা মাত্র বল জালে পাঠিয়ে দেন শ। এটি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোল।