×

সিলেট

আশ্রয়ণের ঘরে আগুন

সুনামগঞ্জে একই পরিবারের ৬ জন নিহত

Icon

মো. সাজ্জাদ হোসেন শাহ্ (সুনামগঞ্জ) ও জুবায়ের পাশা হিমু (ধর্মপাশা) থেকে

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 সুনামগঞ্জে একই পরিবারের ৬ জন নিহত

ছবি : সংগৃহীত

ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সীমেরখাল গ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। গত সোমবার মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সিমেরখাল আশ্রয়ণ প্রকল্প এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলে এমারুল মিয়া (৪৫), তার স্ত্রী পলি আক্তার (৩৫), ছেলে পলাশ মিয়া (১০), ফরহাদ মিয়া (৮), ফাতেমা আক্তার (৫), ওমর ফারুক (৩)।

উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সীমেরখাল গ্রামে ২০২১ সালে আশ্রয়ণ প্রকল্পের আওতায় টিনের ছাউনিসহ আধাপাকা ঘর নির্মাণ করা হয়। গত সোমবার রাত ১২টার দিকে হাওরে মাছ শিকার করে একই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বাড়িতে ফেরার পথে এমারুল মিয়ার বসতঘরের ভেতরে আগুন জ¦লতে দেখে চিৎকার দেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বসতঘরের দরজা ভেতরে থেকে আটকানো অবস্থায় দেখতে পান। এরপর রাত ২টার দিকে গ্রামবাসী পানি ঢেলে আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে ঘরের ভেতরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

এলাকাবাসীর মাধ্যমে রাত ২টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী খবর পেয়ে ধর্মপাশার ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী ফরিদ আহমেদ, ধর্মপাশা থানার ওসি মো. এনামুল হককে জানান। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধর্মপাশা থানার ওসি মো. এনামুল হক বলেন, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সীমেরখাল গ্রামে গিয়ে একই পরিবারের ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৪৫৩ টাকা

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App