বন্ধুর স্ত্রীকে বিয়ে, সমালোচনা নিয়ে মুখ খুললেন পরমব্রত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম
ছবি : সংগৃহীত
বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করার পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। দীর্ঘ সময় এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও এবার প্রথমবারের মতো সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নেন পরমব্রত। ক্যারিয়ার, কাজের অভিজ্ঞতার পাশাপাশি আলোচনায় উঠে আসে তার ব্যক্তিজীবনও। সেখানেই ‘বন্ধুর স্ত্রীকে বিয়ে’ বিতর্ক প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করেন অভিনেতা।
পিয়া চক্রবর্তী ছিলেন সংগীতশিল্পী অনুপম রায়ের স্ত্রী এবং অনুপম পরমব্রতের ঘনিষ্ঠ বন্ধু। এ কারণেই পিয়াকে বিয়ে করার পর পরমব্রতের বিরুদ্ধে ‘বন্ধুর স্ত্রীকে বিয়ে’ এবং পরকীয়ার মতো অভিযোগ ওঠে। সামাজিক মাধ্যমে শুরু হয় কটাক্ষ ও সমালোচনার ঝড়, যা নিয়ে সে সময় ব্যাপক বিতর্ক তৈরি হয়।
পডকাস্টে পরমব্রত জানান, বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও পিয়াকে নিয়ে যেসব কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছিল, তা তাকে ভীষণভাবে হতবাক করেছিল। তিনি বলেন, “আমি বিয়ের সময় থেকেই গণ্ডারের চামড়া তৈরি করেছি। আমি বুঝেছি, সমাজ বা রাজনীতি নিয়ে আমার ব্যক্তিগত ভাবনা শেয়ার করে কোনো লাভ নেই। যেটা আমার কাজ, সেই মতামত আমি নিজের কাছেই রাখি। আর যদি কখনো লিখিও, তাহলে কমেন্ট বন্ধ করে দিই, দেখি না।”
তিনি আরো বলেন, “বিয়ের পর যখন দেখলাম, একেবারে বীভৎস একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তখন প্রথম কয়েক দিন, প্রায় চার-পাঁচ দিন সেটা আমাকে প্রভাবিত করেছিল। মানুষ পাবলিক ফোরামে যে ভাষায় কথা লিখতে পারে, সেই নৈতিকতায় আমি বড় হইনি। আমাকে বলা হয়েছে বলে নয়, কিন্তু এমন কথাও লেখা যায়—এই বিষয়টাই আমাকে ধাক্কা দিয়েছিল। কিন্তু যখন হয়ে গেল, তখন আর কী করার! তখন থেকেই গণ্ডারের চামড়া তৈরি করেছি।”
উল্লেখ্য, ২০১৫ সালে গায়ক অনুপম রায়ের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিয়ে হয়। ২০২১ সালে তাদের বিচ্ছেদের পর পরমব্রতের সঙ্গে পিয়ার বন্ধুত্ব গড়ে ওঠে। দীর্ঘ গুঞ্জন ও জল্পনার পর ২০২৩ সালের নভেম্বরে তারা আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
পরবর্তীতে অনুপম রায়ও গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে পুনরায় বিয়ে করেন। সময়ের সঙ্গে সঙ্গে পুরো পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।
