×

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের রাস্তায় নামছে চীনের বৈদ্যুতিক গাড়ি বিওয়াইডি সিল (ভিডিও)

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৩:১৫ পিএম

বাংলাদেশের রাস্তায় নামছে চীনের বৈদ্যুতিক গাড়ি বিওয়াইডি সিল (ভিডিও)

বাংলাদেশের রাস্তায় নামছে চীনের বৈদ্যুতিক গাড়ি বিওয়াইডি সিল

   

শিগগিরই বাংলাদেশের রাস্তায় নামবে চীনের বৈদ্যুতিক গাড়ি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) বিওয়াইডি সিল। বৈশ্বিকভাবে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার প্রত্যয়ে কাজ করছে বিওয়াইডি। আর তারই ধারাবাহিকতায়, দেশে বৈদ্যুতিক গাড়ির নতুন যুগের সূচনা করবে বিওয়াইডির স্পোর্টস সেডান বিওয়াইডি সিল। 

এনইভি ও বৈদ্যুতিক ব্যাটারির ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি ২ মার্চ বাংলাদেশে এর ফ্ল্যাগশিপ মডেলের গাড়ি বিওয়াইডি সিল উন্মোচন করে। 

দেশের গাড়িপ্রেমীরা এরপর থেকে আকর্ষণীয় এই সেডান গাড়িটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অগ্রিম বুকিং করা গাড়িগুলো প্রথম ব্যাচের ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে; গাড়িটি বাংলাদেশের সড়কে খুব শীঘ্রই দেখা যাবে। 

এ বিষয়ে সিজি রানার বাংলাদেশ লিমিটেডের পরিচালক আমিদ সাকিফ খান বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব নিশ্চিত করাই বিওয়াইডি’র প্রতিশ্রুতি; যেখানে বর্তমানে আমাদের লক্ষ্য বিশ্বের তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনা। এক্ষেত্রে আমাদের বিশ্বাস, বৈদ্যুতিক গাড়ির (ইভি) বহুল ব্যবহার এই লক্ষ্যপূরণে বেশ ভালোভাবেই কার্যকর হবে। বিওয়াইডি সিল নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশে এ ধরনের উদ্যোগ কেবল যাত্রা শুরু করলো; সামনে আরও বহুদূর যাওয়া বাকি।”

বিওয়াইডি সিলে রয়েছে অনবদ্য ডিজাইন, দীর্ঘপথ পাড়ি দেয়ার সক্ষমতা (লং ড্রাইভিং), নিখুঁত পরিচালনা (স্মুথ হ্যান্ডলিং) এবং সর্বাধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ফিচারের সমন্বয়। এর এক্স-আকৃতির সামনের অংশ, স্ট্রিমলাইনড ডাবল ইউ-আকৃতির লাইট ক্লাস্টার এবং প্যানোরামিক রুফসহ স্পোর্টি ও অ্যারোডায়নামিক ওশান-ইন্সপায়ারড ডিজাইন বিওয়াইডি সিলকে আরও আকর্ষণীয় করে তুলেছে। 

বিওয়াইডি এক্সটেন্ডেড রেঞ্জের দাম ধরা হয়েছে ৮৯ লাখ ৯০ হাজার টাকা এবং পারফরম্যান্স মডেলের গাড়িটি পাওয়া যাবে ৯৯ লাখ ৯০ হাজার টাকায়। 

আগ্রহী ক্রেতারা এখন এই গাড়ির ফরমাশ দিতে পারবেন; পাশাপাশি পরীক্ষামূলক চালানোর (টেস্ট ড্রাইভ) সুযোগও রয়েছে। টেস্ট ড্রাইভের দিনক্ষণ ঠিক করা যাবে এই ওয়েবসাইট থেকে।

আরো পড়ুন- ফেসবুক ও হোয়াটসঅ্যাপে যেভাবে ব্যবহার করবেন এআই

এক থেকে পাঁচ লাখ টাকায় বিওয়াইডি সিলের দুটি গাড়ির যেকোনোটার ফরমাশ করা যাবে। যাঁরা দামের ৫০ শতাংশ দিয়ে ফরমায় দেবেন, তাঁদের জন্য নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ সুবিধা থাকবে। ৫০ শতাংশ অগ্রিম দিয়ে ফরমাশ করা প্রথম পাঁচজন ক্রেতার নিবন্ধন ফি দিতে হবে না। ক্রেতারা রাজধানীর তেজগাঁওয়ের দোকানে গাড়ির ফরমাশ দিতে পারবেন।

বিওয়াইডি সিলের জন্য ফরমাশ করলেই ক্রেতারা উয়েফা ইউরো ২০২৪ প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এই প্রচারণার মাধ্যমে উয়েফা ইউরো ২০২৪–এর ম্যাচের টিকিট জিতে নেওয়ার সুযোগও থাকবে।

গাড়ির মালিকদের জন্য বাংলাদেশে তিনটি ইভি (ইলেকট্রিক্যাল ভেহিকল বা বৈদ্যুতিক গাড়ি) চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। এর সব কটিই ঢাকায়। শিগগিরই ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় আরও ১০টি চার্জিং স্টেশন বসানো হবে। আগামী ডিসেম্বরের মধ্যে আরও ৩০টি চার্জিং স্টেশন স্থাপন করা হবে।

এই গাড়ির জ্বালানী খরচ এত কম, জানলে অবাক হবেন আপনিও

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App