×

তথ্যপ্রযুক্তি

ভিভো ওয়াই৪০০ স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৬:৫৫ পিএম

ভিভো ওয়াই৪০০ স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

ভিভো ওয়াই৪০০ স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

অপেক্ষার পালা শেষ! আইপি৬৯সহ আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধা এবং ফ্ল্যাটফ্রেম-ইউনিবডি ডিজাইনের ভিভো ওয়াই৪০০ এর প্রি-অর্ডার শুরু হয়েছে। ৩১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ভিভোর অফিসিয়াল ই-স্টোর অথবা যে কোনো অথরাইজড শপ থেকে প্রি-অর্ডার করতে পারবেন ক্রেতারা।

নির্ধারিত সময়ের মধ্যে ভিভো ওয়াই৪০০ প্রি-অর্ডার করলেই থাকছে ২০,০০০ টাকার এক্সক্লুসিভ গিফট। যার মধ্যে পাওয়া যাবে মানা বে’র একটি টিকিট কুপন। ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে কুপনটি ব্যবহার করে একটি টিকিট কিনলেই পাওয়া যাবে আরেকটি টিকেট সাথে এন্ট্রি ও রাইডস একদম ফ্রি। আরও থাকছে ৬ মাসের ওয়াটার ড্যামেজ ইনস্যুরেন্স। ই-ওয়ারেন্টি অ্যাকটিভ করলেই ফোন কেনার ৬ মাসের মধ্যে পানিজনিত কোনো সমস্যায় একবার এই সুবিধা পাওয়া যাবে। এছাড়াও আছে কিছু লাইফটাইম অফার। যেমন, যেকোনো সময় ওয়াই৪০০ কিনলেই পাওয়া যাবে রিরো এস৮০ পাওয়ার ব্যাংক ও ১৮ জিবি বাংলালিংক ডেটা। নির্বাচিত যে কোনো ভিভো ব্র্যান্ডশপে মাত্র ৮৪০০ টাকা ডাউনপেমেন্টে মোমো কিস্তিতে কিনতে পাওয়া যাবে ওয়াই৪০০।  

আইপি৬৮ ও আইপি৬৯ দুটি রেটিং থাকায় ভিভো ওয়াই৪০০ শুধু ছিটেফোঁটা পানি বা ধুলোবালি থেকেই নয়, বরং ৩০ মিনিট পর্যন্ত ২ মিটার পানিতে ডুবে থাকতে পারে । আর এমন একটি ফোন কে না চাইবে যা শুধু পানি থেকে সুরক্ষাই নয় সাথে দিবে এত লম্বা সময় ধরে পানির নিচে ছবি তোলার সুযোগ। তাই আন্ডারওয়াটার ফটোগ্রাফির অভিজ্ঞতা এখন হবে আরও সহজ। ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের বোকে সেন্সর থাকায় প্রতিটি ছবি হয় কল্পনার মতোই সুন্দর। আরও থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 

৬.৬৭” এর বেজেললেস অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট ও ১৮০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় স্ক্রিন অভিজ্ঞতা এখন আরও ব্রাইট আরও ক্লিয়ার। এছাড়াও, সারাদিন মাল্টিটাস্কিং করতে ফোনের প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন৬৮৫। এবং চার্জের চিন্তা দূর করতে আছে ৬০০০ এমএএইচ এর ব্লুভোল্ট ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফ্ল্যাশ্চার্জ সুবিধা। 

ফোনের মিনিমালিস্টিক ডিজাইনে নজর আটকাতে বাধ্য সবার। মাত্র ৭.৯ মিলিমিটার পুরু ও ১৯৬ গ্রামের ভিভো ওয়াই৪০০ দেখতে যেমন স্লিক, ব্যবহারেও তেমনি আরামদায়ক। এতসব কিছুকে কমপ্লিমেন্ট করে এর অনন্য দুটি রং ডাইনামিক গ্রিন ও পার্ল হোয়াইট। 

দুটি ভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে নতুন ভিভো ওয়াই৪০০। ৮ জিবি র‍্যাম এবং অতিরিক্ত ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম অপশনের সাথে ১২৮ জিবি রমের ভ্যারিয়েন্টটির দাম ২৭,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি রমের ভ্যারিয়েন্টটির দাম ২৯,৯৯৯ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে হত্যা ও পুশইন বন্ধসহ যে ১০ বিষয়ে একমত হলো বিজিবি-বিএসএফ

সীমান্তে হত্যা ও পুশইন বন্ধসহ যে ১০ বিষয়ে একমত হলো বিজিবি-বিএসএফ

৬২ বছর ধরে স্কুল আছে শিক্ষার্থী নেই, জানেন ঊর্ধ্বতনরাও

৬২ বছর ধরে স্কুল আছে শিক্ষার্থী নেই, জানেন ঊর্ধ্বতনরাও

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে এফআইআর

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে এফআইআর

আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই: আইএসপিআর

আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই: আইএসপিআর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App