ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৪৭
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগের দিন, রোববার (২ নভেম্বর) ডেঙ্গুতে আরো পাঁচজনের মৃত্যু এবং ১ হাজার ১৬২ জনের আক্রান্ত হওয়ার তথ্য জানায় অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭২ হাজার ৮২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন ২৮৮ জন।
আরো পড়ুন : সমালোচনার মুখে প্রাথমিকের সংগীত শিক্ষক পদ বাতিল
অন্যদিকে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।
এর আগের বছর, ২০২৩ সালে দেশে ডেঙ্গু পরিস্থিতি ছিল আরো ভয়াবহ। ওই বছর জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
জলবায়ু পরিবর্তন ও এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ দীর্ঘস্থায়ী থাকায় ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
