×

তথ্যপ্রযুক্তি

সুদবিহীন কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে গ্রামীনফোন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৯:৫৫ পিএম

সুদবিহীন কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে গ্রামীনফোন

সুদবিহীন কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে গ্রামীনফোন

গ্রাহকরা যেন সুদবিহীন কিস্তির মাধ্যমে সেরা ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোন কিনতে পারেন এজন্য ইস্টার্ন ব্যাংক পিএলসির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এই ক্যাম্পেইনটির আওতায় ২৪ মাস পর্যন্ত সুদবিহীন কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ পাবেন গ্রাহকরা। ডিজিটাল ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তির ক্ষেত্রে গ্রামীণফোনের প্রতিশ্রুতির প্রতিফলন এই কৌশলগত পদক্ষেপ।

ক্যাম্পেইনের আওতায় গ্রামীণফোনের গ্রাহকরা ইবিএল’র ক্রেডিট কার্ড ব্যবহার করে জিরো পার্সেন্ট ইএমআই অফারটি গ্রহণ করতে পারবেন। প্রথম সারির স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং, শাওমি (এমআই), ভিভো, অপ্পোসহ গেজেট অ্যান্ড গিয়ার’র মতো মাল্টি ব্র্যান্ড রিটেলারের কাছ থেকে স্মার্টফোনগুলো কিনতে পারবেন গ্রাহকরা। অফারটি গ্রহণ করতে আগামী ১০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পার্টনার আউটলেটগুলো ভিজিট করতে পারেন গ্রাহকরা। সেখানে ২৯০০০ নম্বরে এসএমএস করে গ্রাহকদের জেনে নিতে হবে এই অফারটি তার জন্য প্রযোজ্য কিনা। এরপর আউটলেট ম্যানেজার গ্রামীণফোনের ওই গ্রাহকের জন্য ইবিএল’র ক্রেডিট কার্ড ব্যবহার করে মূল্য পরিশোধের বিষয়টি নিশ্চিত করবেন। এভাবে জিরো পার্সেন্ট ইএমআই দিয়ে স্মার্টফোনটি কিনতে এবং ২৪ মাস পর্যন্ত সুবিধাজনক কিস্তির মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।    

রাজধানীর জিপি হাউজে সম্প্রতি গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি এবং ইবিএল’র হেড অব কার্ডস তাসনিম হোসেন এই সমঝোতা স্মারকটি সই করেন।

গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি বলেন, “ডিজিটালাইজেশনের মাধ্যমে সমাজের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে গ্রামীণফোন। এই পার্টনারশিপ প্রমাণ করে, টেলিকম ও ফিনটেক খাতের যৌথ উদ্যোগ কীভাবে গ্রাহকদের জন্য সর্বাধুনিক প্রযুক্তির দরজা খুলে দিতে সক্ষম। এতে সুদবিহীন ও দীর্ঘমেয়াদি কিস্তির মাধ্যমে স্মার্টফোন ব্যবহারের সুযোগ উপভোগ করতে পারবেন গ্রাহকরা, যা তাদের ডিজিটাল জীবনধারাকে আরও সহজ করে তুলবে।”

ইস্টার্ন ব্যাংক পিএলসি’র হেড অব কার্ডস তাসনিম হোসেন বলেন, “উদ্ভাবন, সুবিধাজনক সেবা এবং সাশ্রয়ী সমাধানের সমন্বয়ে গ্রামীণফোনের সাথে এমন একটি অনন্য উদ্যোগে গ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। আজকের সংযুক্ত গ্রাহকদের জন্য আর্থিক সুবিধা এবং স্মার্ট ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে সংকল্পবদ্ধ ইবিএল।”

সেরা ডিজিটাল অভিজ্ঞতা প্রদান এবং সবার জন্য আধুনিক ডিভাইস সহজলভ্য করতে এই পদক্ষেপটি নিয়েছে গ্রামীণফোন যা টেলকো-টেক কোম্পানিতে রূপান্তরের লক্ষ্যে নেয়া কৌশলগত পদক্ষেপের একটি অংশ। টেলিযোগাযোগ ও আর্থিক সেবাখাতের যৌথ প্রচেষ্টায় নেয়া এই ক্যাম্পেইনটি তুলে ধরেছে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক পার্টনারশিপ কীভাবে স্মার্ট ডিভাইসকে আরও সাশ্রয়ী, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে শুরুর সীমাবদ্ধতা দূর এবং গ্রাহকদের জন্য কার্যকর সুবিধা নিশ্চিত করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বামী-স্ত্রীকে যেসব কথা বলা উচিত নয়

স্বামী-স্ত্রীকে যেসব কথা বলা উচিত নয়

এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ

এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ

নভেম্বর-ডিসেম্বরে ফিরবেন তারেক রহমান, নির্বাচনে জিতলে হবেন প্রধানমন্ত্রী

হুমায়ূন কবির বললেন নভেম্বর-ডিসেম্বরে ফিরবেন তারেক রহমান, নির্বাচনে জিতলে হবেন প্রধানমন্ত্রী

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল, পোস্টালে ভোট দেবেন প্রবাসীরা

নির্বাচন কমিশনার সানাউল্লাহ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল, পোস্টালে ভোট দেবেন প্রবাসীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App