×

দূরের জানালা

দেড় লাখ বছর পর দুর্লভ ধূমকেতু

Icon

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেড় লাখ বছর পর  দুর্লভ ধূমকেতু

কাগজ ডেস্ক : আগামী কয়েকদিনে আকাশে এক বিরল উজ্জ্বল ধূমকেতু দেখা যেতে পারে, যা সর্বশেষ ১ লাখ ৬০ হাজার বছর আগে দৃশ্যমান হয়েছিল। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) জানিয়েছে, ধূমকেতুর উজ্জ্বলতার পূর্বাভাস দেয়া সাধারণত বেশ কঠিন। তবে, এই ধূমকেতুটি খালি চোখে দেখার মতো উজ্জ্বল হতে পারে বলে আশা করা হচ্ছে। খবর বিবিসির।

অচিরেই দেখা দিতে যাওয়া এই ধূমকেতুটির পথ পর্যবেক্ষণ করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। গত শনিবার নাসার মহাকাশচারী ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ধূমকেতুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

সেখানে তিনি লিখেছেন, অরবিট থেকে ধূমকেতু দেখা একেবারেই চমকপ্রদ। অ্যাটলাস সি/২০২৪ জি৩ আমাদের পৃথিবীতে আসছে। এটি দেখতে চাইলে আপনার অঞ্চলের আকাশ পরিষ্কার কিনা তা নিশ্চিত করে নিন। গত সোমবার ধূমকেতুটি সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে ছিল, যাকে পেরিহেলিয়ন বলা হয়। এই অবস্থান ধূমকেতুর উজ্জ্বলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সোমবার রাত থেকে দৃশ্যমান হওয়ার কথা বলে বিশেষজ্ঞরা দাবি করেন। যদিও ধূমকেতু কোথা থেকে সবচেয়ে ভালো দেখা যাবে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি দক্ষিণ গোলার্ধ থেকে সবচেয়ে ভালো দেখা যেতে পারে। বলা হচ্ছে, এটি শুক্রগ্রহের মতো উজ্জ্বল হয়ে উঠতে পারে। গত বছর নাসার অ্যাস্টেরয়েড টেরেস্ট্রায়াল ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট? সিস্টেম (অ্যাটলাস) এই ধূমকেতুটি শনাক্ত করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি

নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি

৩৪ লাখ টাকা পান ডলি জহুর, কান্নাকাটি করেও পাননি

৩৪ লাখ টাকা পান ডলি জহুর, কান্নাকাটি করেও পাননি

ইয়ামালের স্বপ্ন পূরণ

ইয়ামালের স্বপ্ন পূরণ

গোপালগঞ্জে ‘বলপ্রয়োগ’ হলেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর

গোপালগঞ্জে ‘বলপ্রয়োগ’ হলেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App