প্রেমের গল্পে অভিনয় করতে চান বিদ্যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিদ্যা বালান
গত ১ নভেম্বর মুক্তির পর থেকেই দারুণ ব্যবসা করেছে বিদ্যা বালান অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’। ছবিতে ‘মঞ্জুলিকা’ চরিত্রে অভিনয় করে সবার মধ্যে ভয় ধরিয়ে দিয়েছে তার চরিত্র। দর্শকরা এই ছবিটির জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। তবে অনেক ভক্তই বিদ্যার কাছে দাবি করেছেন, তারা শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে দেখতে চান।
এ বিষয়ে কী বললেন বিদ্যা? সম্প্রতি, জুমকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, শাহরুখ খানের ছবিতে কাজ করলেও, অভিনেতার সঙ্গে সেই অর্থে স্ক্রিন শেয়ার তার করা হয়নি। কারণ ছবিটিতে বিদ্যার খুব ছোট ভূমিকা ছিল। অভিনেত্রীর কথায়, কিং খানের সঙ্গে কাজ করার মন থেকে ইচ্ছা থাকলেও, এখনো পর্যন্ত তেমন কোনো স্ক্রিপ্ট তিনি হাতে পাননি। যেখানে তারা দুজনই মুখ্য ভূমিকায় রয়েছেন। বিদ্যার কথায়, এখনো পর্যন্ত তেমন কোনো কাজ তিনি পাননি যা অভিনেত্রীর দীর্ঘদিনের এই স্বপ্নকে ছুঁতে পারবে।
শাহরুখের সঙ্গে তিনি মুখ্য চরিত্রেই অভিনয় করতে চান। সেই স্বপ্নপূরণ না হলেও, তিনি আশাবাদী একদিন ঠিক শাহরুখের বিপরীতে নায়িকা হবেন। বিদ্যা বালানের লুক, তার অনবদ্য অভিনয় ক্ষমতা বারবারই সবার মন জয় করেছে। এমনকি জিরো ফিগারের যুগেও অভিনেত্রী ডোন্ট কেয়ার। বরং তিনি ভালো অভিনয়ে বিশ্বাসী। যদিও অভিনেত্রী শাহরুখ খানের সঙ্গে কাজ করারও ইচ্ছা প্রকাশ করেছিলেন একটাই শর্তে।
শাহরুখের মতো একজন রোমান্টিক অভিনেতার সঙ্গে প্রেমের গল্পে অভিনয় করতে চান বিদ্যা। এই মুহূর্তে তার হাতে তেমন কোনো ছবির অফার যদিও নেই। তবে আগামীদিনে শাহরুখ ও বিদ্যাকে পর্দায় রোমান্স করতে দেখা যাবে বলেও আশাবাদী বিদ্যা ও তার ভক্তেরা।
