×

খেলা

হকির মাঠ থেকে জীবনসঙ্গী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হকির মাঠ থেকে জীবনসঙ্গী

ছবি: সংগৃহীত

   

দেশের প্রতিভাবান খেলোয়াড় সোহানুর রহমান সবুজ ও তাসনিম আক্তার মিম। জাতীয় হকি দলের অন্যতম খেলোয়াড় এই দুজন। এবার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন তারা। দেশে প্রতিভাবান খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর বলা হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে (বিকেএসপি), আর এখান থেকেই জীবনের দ্বিতীয় অধ্যায়টা শুরু করেছেন জাতীয় হকি দলের অন্যতম খেলোয়াড় সোহানুর রহমান সবুজ ও নারী হকি খেলোয়াড় তাসনিম আক্তার মিম।

গতকাল বিকেএসপিতে আয়োজন করা হয় সবুজ ও মিমের বিয়ের অনুষ্ঠান। বর-কনে দুজনই হকি খেলোয়াড় হওয়ায় এই অনুষ্ঠানটি হয়ে উঠেছিল হকি অঙ্গনের এক মিলনমেলা। বিয়ের আনুষ্ঠানিকতার পর হকি টার্ফেই বর-কনে বল-স্টিক হাতে পোজ দিয়ে ছবি তোলেন।

তিন বছরেরও বেশি সময় ধরে সবুজ ও মিমের সম্পর্ক স্থায়ী ছিল। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। সবুজ জানান, তার সংস্থা (বাংলাদেশ বিমান বাহিনী) থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, আমাদের সংস্থায় ২৪ বছর বয়স এবং চাকরির চার বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে করা যায় না। আমার দুটিই পূর্ণ হওয়ায় অনুমতি মিলে গেছে।

সবুজ আরো জানান, স্ত্রী মিমের খেলার বিষয়ে তিনি কোনো বাধা দেবেন না। হকির মাধ্যমেই আমাদের পরিচয়। ফলে হকি খেলায় আমার কোনো বাধা নেই। সে যদি খেলতে চায়, খেলবে।

সোহানুর রহমান সবুজ বাংলাদেশ জাতীয় হকি দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গত মৌসুমে প্রিমিয়ার বিভাগ হকি লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। শুধু তাই নয়, লিগের ইতিহাসে সর্বোচ্চ ৪০ গোলের মাইলফলকের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।

অন্যদিকে হকিতে নিজের প্রতিভার সাক্ষর রেখে চলেছেন তাসনিম আক্তার মিম। ২০১৯ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ নারী হকি দলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। বর্তমানে দলের বাইরে থাকলেও দলে ফেরার জন্য লড়াই করছেন তিনি।

বিয়ের পরও খেলা চালিয়ে যাবেন ঠাকুরগাঁওয়ের মেয়ে মিম, এমনটি আভাস দিয়েছেন পাবনার ছেলে সবুজ। বলেছেন, ‘২০১৯ সালে ক্যাম্প চলছিল দুদলেরই। তখনই মিমের সঙ্গে দেখা। তারপর ফেসবুকে টুকটাক কথা শুরু। একফাঁকে আমি আগে তাকে বলেছিলাম ভালো লাগার কথা। তখনই সে কোনো উত্তর দেয়নি। অনেক দিন পর হ্যাঁ বলেছে। এখন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। তবে ও হকি খেলে যাবে। যদি সিনিয়র দল গড়া হয়, সুযোগ পেলে খেলবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App