×

যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনকে স্বীকৃতি

কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি ঝুঁকিতে, হুঁশিয়ারি ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৩:২২ পিএম

কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি ঝুঁকিতে, হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি : সংগৃহীত

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে গিয়ে বড় ধরনের বাণিজ্যিক চাপের মুখে পড়তে যাচ্ছে কানাডা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন,এই সিদ্ধান্তের পর কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুবই কঠিন হয়ে যাবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) কানাডার এমন ঘোষণার প্রায় ১২ ঘণ্টা পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে তিনি কথা জানান।

ট্রাম্প লিখেছেন, ওয়াও! কানাডা এখনই ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে। এটা আমাদের পক্ষে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন করে তুলবে। ওহ্ কানাডা!!!

ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন তার প্রশাসনের নতুন শুল্ক ব্যবস্থা ‘লিবারেশন ডে’ নামে কার্যকর হতে যাচ্ছে। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এখনো আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তি হয়নি, তাদের পণ্যের ওপর শুল্ক বাড়ানো হবে।

আরো পড়ুন : পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

যদি বৃহস্পতিবারের মধ্যে যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যে নতুন চুক্তি না হয়, তাহলে শুক্রবার (১ আগস্ট) থেকে কানাডার বেশিরভাগ রপ্তানি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ হবে।

যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে। তবে কানাডা, চীন ও মেক্সিকো এখনো চুক্তিতে আসতে পারেনি। ট্রাম্প জানিয়েছেন, পহেলা আগস্টের মধ্যে চুক্তি না হলে উচ্চ শুল্ক এড়ানোর আর কোনো সুযোগ থাকবে না।

কানাডার আগে যুক্তরাজ্য ও ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছে। এখন এই তালিকায় কানাডা ও মাল্টাও যুক্ত হচ্ছে বলে জানা গেছে।

তবে এই স্বীকৃতি নিয়ে কড়া সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর মতে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে হামাসের ‘সন্ত্রাসবাদ’ পুরস্কৃত করা।

এদিকে গাজা উপত্যকায় খাদ্য সংকট চরমে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিতে আরো সাতজন প্রাণ হারিয়েছে। চলতি সপ্তাহেই ট্রাম্প গাজার এই মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি ইসরায়েলের সঙ্গে মিলে সবকিছু ঠিক করতে চান।

এই উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ ইতোমধ্যেই ইসরায়েল সফরে রয়েছেন। বৃহস্পতিবার তিনি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কূটনৈতিক বিজয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কূটনৈতিক বিজয়

  খাবারের জন্য ১২ কিমি. হেঁটে আসা শিশুকে গুলি করে হত্যা

খাবারের জন্য ১২ কিমি. হেঁটে আসা শিশুকে গুলি করে হত্যা

ট্রাম্পের হুমকির পর রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত

ট্রাম্পের হুমকির পর রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App