×

পাকিস্তান

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১১:০৭ এএম

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। ছবি : সংগৃহীত

মার্কিন প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের ‘বিশাল’ তেলসম্পদ যৌথভাবে উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি, যারা এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করবে!

তবে চুক্তির বিস্তারিত বিষয় এখনো প্রকাশ করা হয়নি। ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন পাকিস্তান ছাড়াও একাধিক দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে। ১ আগস্টের মধ্যে এসব চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে তার।

বুধবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি অনেক দেশের নেতার সঙ্গে কথা বলেছি, যারা যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে চান। দক্ষিণ কোরিয়ার ওপর বর্তমানে ২৫ শতাংশ শুল্ক রয়েছে। তারা সেটি কমানোর প্রস্তাব দিয়েছে। আমি শুনতে চাই তারা কী প্রস্তাব দেয়।

আরো পড়ুন : ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের

তিনি আরো জানান, অন্যান্য দেশও শুল্ক কমানোর প্রস্তাব দিচ্ছে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হবে। যথাসময়ে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানান ট্রাম্প।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ১ আগস্টের মধ্যে যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না, তাদের ওপর বর্তমান ১০ শতাংশ শুল্কের চেয়ে অনেক বেশি শুল্ক আরোপ করা হবে। চীনের জন্য এই সময়সীমা বাড়িয়ে ১২ আগস্ট পর্যন্ত রাখা হয়েছে। তবে চীনের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে আশাবাদী তিনি।

একই দিনে ট্রাম্প ভারত থেকে আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথাও জানান। তিনি বলেন, ভারতের শুল্ক বিশ্বে অন্যতম উচ্চ এবং দেশটি কঠিন ও অযৌক্তিক অ-আর্থিক বাণিজ্য বাধা দিয়ে রেখেছে।

এছাড়া যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে বেশ কিছু চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ পায়নি এবং হোয়াইট হাউস জানিয়েছে, কিছু নিয়ে এখনও আলোচনা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি

নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি

৩৪ লাখ টাকা পান ডলি জহুর, কান্নাকাটি করেও পাননি

৩৪ লাখ টাকা পান ডলি জহুর, কান্নাকাটি করেও পাননি

ইয়ামালের স্বপ্ন পূরণ

ইয়ামালের স্বপ্ন পূরণ

গোপালগঞ্জে ‘বলপ্রয়োগ’ হলেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর

গোপালগঞ্জে ‘বলপ্রয়োগ’ হলেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App