ট্রাম্প-পুতিন বৈঠক: ইউক্রেন যুদ্ধ সমাধানে নতুন উদ্যোগের ইঙ্গিত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৮:১৬ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
আলাস্কার অ্যানকোরেজে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত বৈঠক।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে অ্যানকোরেজে মার্কিন সামরিক ঘাঁটির বিমানবন্দরে অবতরণ করেন দুই নেতা। সেখান থেকে মার্কিন প্রেসিডেন্টের গাড়িতে চড়ে বৈঠকের ভেন্যুতে যান ট্রাম্প ও পুতিন।
ট্রাম্পের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে, পুতিনের সঙ্গে অংশ নেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং প্রেসিডেন্টের মুখপাত্র ইউরি উশাকভ।
বৈঠকের নির্দিষ্ট সিদ্ধান্ত সম্পর্কে ক্রেমলিন আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, পুতিন ও ট্রাম্প যৌথ সংবাদ সম্মেলনে বৈঠকের ফলাফল জানাবেন।
আরো পড়ুন : যুদ্ধ বন্ধে পুতিনকে আবারও ট্রাম্পের হুঁশিয়ারি
ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। যুদ্ধ বন্ধে সমাধান খোঁজার লক্ষ্যেই আলাস্কায় বৈঠকে বসেন দুই পরাশক্তির শীর্ষ নেতা।
এদিকে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈঠককে “১০–এ ১০” হিসেবে মূল্যায়ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, আমাদের আলোচনায় চমৎকার বোঝাপড়া তৈরি হয়েছে, বৈঠক ইতিবাচক ছিল।
মার্কিন প্রেসিডেন্ট জানান, এখন ইউরোপীয় দেশগুলোকে সম্পৃক্ত করে একটি চূড়ান্ত শান্তিচুক্তি করার দায়িত্ব ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে। শিগগিরই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা শুরু হবে, যেখানে পুতিন ও জেলেনস্কি উভয়েই অংশ নেবেন।