×

যুক্তরাষ্ট্র

ইউক্রেন নিয়ে শান্তিচুক্তির আলোচনায় বড় অগ্রগতি, জানাল যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

ইউক্রেন নিয়ে শান্তিচুক্তির আলোচনায় বড় অগ্রগতি, জানাল যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। সোমবার (২৪ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোববার (২৩ নভেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, প্রায় চার বছর ধরে চলমান রাশিয়ার আগ্রাসন থামাতে যুক্তরাষ্ট্র যে শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করছে, তাতে অসাধারণ অগ্রগতি হয়েছে। তবে তিনি পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেননি।

জেনেভায় মার্কিন মিশনে সাংবাদিকদের রুবিও বলেন, আমরা সত্যিই অনেকদূর এগিয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে সামনে এগোতে পারব বলে আমি আশাবাদী।

আরো পড়ুন : সংকটে জেলেনস্কি: আত্মমর্যাদা নাকি যুক্তরাষ্ট্রের সমর্থন, কী বেছে নেবেন?

তিনি জানান, ন্যাটোর ভূমিকা ও ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তার মতো কিছু ইস্যুতে কাজ বাকি থাকলেও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফার শান্তি পরিকল্পনার জটিল বেশ কিছু বিষয়ে মতপার্থক্য কমে এসেছে। রুবিও বলেন, আজ আমরা সে দিক থেকে খুব বড় অগ্রগতি করেছি।

ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান আন্দ্রি ইয়ারমাকও জানান, আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে এবং তারা ইউক্রেনের ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির পথে এগোচ্ছেন।

এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে না। এরপরই একে একে ইউক্রেনীয় কর্মকর্তারা ওয়াশিংটনকে ধন্যবাদ জানাতে শুরু করেন। রোববার সকালে নিজ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ইউক্রেনের নেতৃত্ব আমাদের প্রচেষ্টার জন্য কোনো কৃতজ্ঞতা দেখায়নি, আর ইউরোপ এখনো রাশিয়া থেকে তেল কিনছে।

ট্রাম্পের অভিযোগের অল্প সময় পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স–এ পোস্ট করে লেখেন, তার দেশ যুক্তরাষ্ট্রকে এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছে, কারণ এই সহায়তা ইউক্রেনের প্রাণ বাঁচাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের নেপথ্যে যে বাধা

সিএনএনের প্রতিবেদন শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের নেপথ্যে যে বাধা

ঢাকার সড়কে সবাই রাজা

নৈরাজ্য ঢাকার সড়কে সবাই রাজা

মেসির ম্যাজিকে শিরোপার কাছে মায়ামি

মেসির ম্যাজিকে শিরোপার কাছে মায়ামি

ইউক্রেন নিয়ে শান্তিচুক্তির আলোচনায় বড় অগ্রগতি, জানাল যুক্তরাষ্ট্র

ইউক্রেন নিয়ে শান্তিচুক্তির আলোচনায় বড় অগ্রগতি, জানাল যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App