পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ পিএম
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন শেষ হলেই ভারত সরকার পাকিস্তানের দখল করে রাখা আজাদ কাশ্মীরকে ছিনিয়ে আনার কাজ শুরু করা হবে বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের আলোচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার পত্রিকা আলাদা দুই প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের আরএস পুরা এলাকায় ভারতীয় জনতা পার্টি বিজেপির নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
যোগী আদিত্যনাথ বলেন, পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর মূলত জম্মু ও কাশ্মীরেরই অংশ। এই বিধানসভার ভোট শেষ হলেই পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরকে আবার জম্মু ও কাশ্মীরের অংশ করে তোলা হবে।
এর আগে লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপি নেতা ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ৪০০ আসনে জিতলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে ভারতে যুক্ত করা হবে। এরপর আবারও জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগে সেই একই দাবি করলেন যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, পাকিস্তান এখন ভিখারিতে পরিণত হয়েছে। তারা নিজেরদেরই সামলাতে পারছে না, আর তাদের অধিকৃত কাশ্মীর কী করে সামলাবে? পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের বাসিন্দারাই এখন পাকিস্তানের হাত থেকে মুক্ত হওয়ার জন্য আন্দোলন করছে।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গত মে মাসের শুরু থেকে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদসহ সামাহনি, সেহানসা, মিরপুর, রাওয়ালকোট, হাত্তিয়ান বালা, খুইরাট্টা, তত্তাপানির মতো এলাকায় ইসলামাবাদ বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। আজাদ কাশ্মীরের বাসিন্দারা রাজস্ব, মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ সংকটের কারণে ক্ষুব্ধ।
গেল বুধবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ২৬ আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ভারতীয় সংবিধানে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া অনুচ্ছেদ ৩৭০ বাতিল করার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হলো জম্মু ও কাশ্মিরে।
