×

বিনোদন

বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে: সাদিয়া আয়মান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১১:১০ পিএম

বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে: সাদিয়া আয়মান

হালের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যেমন সুবিধা আছে, তেমন অসুবিধাও আছে। মুহূর্তেই যেকোনো ব্যক্তির ছবি ও ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া যায়। ফলে যে কেউ বিড়ম্বনার শিকার হতে পারেন। এবার ডিপফেক ভিডিওর কারণে বিড়ম্বনায় পড়ছেন হালের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। 

মঙ্গলবার (২৯ জুলাই) এক ফেসবুক পোস্টে এআই দিয়ে তৈরি করা ছবি-ভিডিও সম্পর্কে ভক্তদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে যারা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের মাধ্যমে ডিপফেক ছবি-ভিডিও ছড়িয়ে দিচ্ছে তাদেরকেও সতর্ক করেছেন। 

ওই পোস্টে সাদিয়া আয়মান লেখেন, কিছু কিছু পেইজ আছে যারা সেলিব্রিটিদের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছাড়াতে আরও বেশি মজা পায়। হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।’

তিনি যোগ করেন, কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনও এআই চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে! এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব এআই এডিটেড ছবি ও ভিডিও-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না। আল্লাহর দোহাই লাগে!

অভিনেত্রী আরও লেখেন, আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট একটা অনুরোধ ‘যদি কখনও এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে। তাহলে পোস্ট ও পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন। আমি অবশ্যই এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব। এরপর ওনারাই বিষয়টা সামলাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো সব জলকপাট

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো সব জলকপাট

রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

যুবসমাজই জাতির চালিকাশক্তি: প্রধান উপদেষ্টা ইউনূস

যুবসমাজই জাতির চালিকাশক্তি: প্রধান উপদেষ্টা ইউনূস

ভারত-পাকিস্তান ম্যাচে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং

ভারত-পাকিস্তান ম্যাচে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App