মেঘলা থাকবে ঢাকার আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৮:৫৮ এএম

ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাও।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, এ সময়ে বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, দিনের প্রথমার্ধে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আর তাপমাত্রায় তেমন পরিবর্তন না থাকলেও আর্দ্রতার কারণে গরম অনুভূত হতে পারে।
আরো পড়ুন : টানা বৃষ্টিতে ১০ জেলায় বন্যার শঙ্কা
মঙ্গলবার সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। আগের দিন (সোমবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র। এতে বলা হয়েছে, সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সংশ্লিষ্ট অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।