×

আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, সারাদেশে বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১১:৫৯ এএম

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, সারাদেশে বৃষ্টির আভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশেপাশে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি : সংগৃহীত

আগামী ১৩ আগস্টের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশেপাশে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১২ আগস্ট) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস প্রকাশ করা হয়। তিনি জানান, মৌসুমী বায়ুর বর্ধিতাংশ বর্তমানে বাংলাদেশসহ উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী বুধবার ওই এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ আরো জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে রংপুর বিভাগের অধিকাংশ এলাকায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অনেক অংশে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন : আমরা নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা কিছু ক্ষেত্রে সামান্য কমে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামী ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশালসহ অন্যান্য বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে বলেছে, লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার কারণে নদীবন্দর ও নিম্নাঞ্চলগুলোতে পানি বৃদ্ধি এবং বন্যার আশঙ্কা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কমলো পাম অয়েলের দাম

কমলো পাম অয়েলের দাম

হাসিনার আইনজীবী হতে জেড আই খান পান্নার আবেদন, ট্রাইব্যুনালের ‘না’

হাসিনার আইনজীবী হতে জেড আই খান পান্নার আবেদন, ট্রাইব্যুনালের ‘না’

সারার জন্মদিনে বিশেষ বার্তা দিলেন কারিনা কাপুর

সারার জন্মদিনে বিশেষ বার্তা দিলেন কারিনা কাপুর

দুর্বল ব্যাংক একীভূতকরণ : আমানতকারীদের সুরক্ষার আশ্বাস দিলেন গভর্নর

দুর্বল ব্যাংক একীভূতকরণ : আমানতকারীদের সুরক্ষার আশ্বাস দিলেন গভর্নর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App