সন্ধ্যার মধ্যে চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৮:২৯ এএম

এই সময়ে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ছবি : সংগৃহীত
সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট এই চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এই সময়ে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টার আগে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরো পড়ুন : বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়বে বৃষ্টি
এছাড়া শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এ সময় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।