×

অপরাধ

সীমান্ত পথে দেশে ঢুকছে অস্ত্র

অপরাধের রমরমার মধ্যে অবৈধ অস্ত্রের ঝনঝনানি!

Icon

আজিজুর রহমান জিদনী

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পিএম

অপরাধের রমরমার মধ্যে অবৈধ অস্ত্রের ঝনঝনানি!

ছবি: সংগৃহীত

পরিবর্তিত পরিস্থিতিতে দ্বায়িত্ব নেয়ার পর থেকেই খুন, অপহরণ, ছিনতাই, ডাকাতি ও মবসহ নানা অপরাধের ঘটনা সামাল দিতে গিয়ে প্রায়ই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে অন্তবর্তী সরকারকে। এখনো ঢাকার মোহাম্মদপুরসহ দেশের অনেক এলাকার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গলদঘর্ম হতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এর মধ্যে বেড়েছে অবৈধ অস্ত্রের ঝনঝনানি। কিছু সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে অস্ত্র ঢুকছে। এসব অস্ত্র ব্যবহার করে খুনাখুনি, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধ করছে দুর্বৃত্তরা।

এমনকি সেই অস্ত্র বিক্রি বা ভাড়াও খাটানো হচ্ছে। এছাড়া গত বছরের ৫ আগস্ট থানা ও স্টেশনগুলোতে হামলা হয়। এসময় আগ্নেয়াস্ত্র লুট হওয়ার ঘটনা ঘটে। লুট হওয়া অস্ত্রের একটা অংশ উদ্ধার হলেও এখনো প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। অন্তবর্তী সরকার লুট হওয়া অস্ত্রের বিষয়ে তথ্য পেতে পুরষ্কার ঘোষণা করলেও তাতে সাড়া মেলেনি। 

এমন অবস্থায় অপরাধ বিশ্লেষকরা বলছেন, লুটকৃত অস্ত্র অপরাধীদের কাছে চলে গেছে। সম্প্রতি লুটকৃত অস্ত্র অপরাধে ব্যবহৃত হয়েছে- এমন প্রমাণও পেয়েছে পুলিশ। তারা বলছেন, আগামী নির্বাচনের আগে এই অস্ত্র উদ্ধার করতে না পারলে নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। যদিও পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। নিজস্ব অভিযানের পাশাপাশি যৌথ বাহিনীর সঙ্গে মিলে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও বৈধ আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার যেন না হয়, সেজন্য পুলিশ সচেষ্ট। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে।

জানা গেছে, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৩৮টি পিস্তল, ৫টি এসএমজি, ১৮টি গ্রেনেড, ৮টি রাইফেল, ৬টি রিভলভার, ৫২টি সব ধরনের গান, ৮ হাজার ৮৫৯ গোলাবারুদ, ৪৫টি ম্যাগাজিন, চারটি মর্টার শেল, ৪১টি ককটেল, ১০.৪৪ কেজি গান পাউডার ও ২৩৩টি ব্লাঙ্ক কার্ট্রজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

সূত্র আরো বলছে, গত বছরের চেয়ে চলতি বছরের সর্বশেষ কয়েক মাসে অস্ত্র চোরাকারবারিরা বেশি তৎপর হয়েছে। কয়েকটি চক্র সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র নিয়ে আসছে, সেসব অস্ত্র সমতল ও পাহাড়ের সন্ত্রাসীদের কাছে হস্তান্তর করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতেই এসব অবৈধ অস্ত্র আনা হচ্ছে। গত ৩ মাসে সীমান্তে দিয়ে অস্ত্র পাচারের সময় ১৬টি দেশি-বিদেশি পিস্তল, দুটি রিভলভার, দুটি এসএমজি, পাঁচটি রাইফেল, ১৬টি দেশি বন্দুক, তিনটি শটগান, তিনটি মর্টার শেল, আটটি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য দেশীয় অস্ত্র, ২১টি ম্যাগাজিন ও ১ হাজার ৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করা হয়েছে।

গত আগস্ট থেকে অস্ত্র কারবারিদের তৎপরতা বেড়েছে। অস্ত্র চোরাচালানের জন্য উত্তরের চাঁপাইনবাবগঞ্জ, দক্ষিণে সাতক্ষীরা, যশোর, কক্সবাজার, পূর্বাঞ্চলের কুমিল্লা সীমান্ত বেশি ব্যবহার করা হচ্ছে। এসব সীমান্তে বিভিন্ন পণ্যের আড়ালে করে আনা হচ্ছে আগ্নেয়াস্ত্র; বিশেষ করে ছোট অস্ত্রগুলো আনা হচ্ছে। গত ৭ সেপ্টেম্বর বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল আইসিপির আমদানি-রপ্তানি গেইটে একটি বিশেষ অভিযান চালায়। এসময় সময় ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক তল্লাশি করে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপারসহ দুজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, গুরজীত সালুজা ও রাম দাস নাওয়াদি। পরে ভারতীয় নাগরিকদেরকে জব্দকৃত অস্ত্র-গোলাবারুদসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

সম্প্রতি বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এক বার্তায় জানান, গত ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত দিয়ে আসা ২২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করে তারা। জব্দ করা অস্ত্রগুলো মিয়ানমার থেকে এসেছে জানিয়ে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। গোয়েন্দা সূত্র বলছে, প্রকারভেদে বিভিন্ন অস্ত্রের দামও বাড়ানো হয়েছে। আগে ৩০-৪০ হাজার টাকায় যে অস্ত্র মিলতো, এখন সে অস্ত্র ১ থেকে দেড় লাখ টাকায় বিক্রি করা হচ্ছে। দরদাম শেষে গ্রাহকের কাছ থেকে আগাম হিসেবে একটা টোকেন মানি নেয়ার পর বাকি টাকা পরিশোধ করা হচ্ছে অস্ত্র হাতে পাওয়ার পর। সম্প্রতি বিভিন্ন জেলায় অস্ত্র বহনের সময় গ্রেপ্তারদের কাছ থেকেই এসব তথ্য বেরিয়ে আসছে বলে একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন। 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক ভোরের কাগজকে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের খবর প্রায়ই শোনা যায়। অবৈধ অস্ত্র ধরা পড়ে যেমন আবার কিছু চোখ এড়িয়ে প্রবেশও করে। এটাই অপরাধের ধরন। আর যেগুলো প্রবেশ করছে সেসব অবৈধ অস্ত্র খুন, অপহরণ, ছিনতাই, চাঁদাবাজী ও ডাকাতিসহ নানা কাজে ব্যবহৃত হচ্ছে। পুলিশও এমন অপরাধী গ্রেপ্তার করেছে। তিনি বলেন, দেশের বিভিন্ন থানা থেকে লুটকৃত অনেক অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। আসন্ন নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার করতে না পারলে বড় রকমের হুমকি হয়ে দাঁড়াবে। তাই নির্বাচনকে সামনে রেখে লুটের অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের বিকল্প নেই। 

রাজধানীর ভাটারা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী একটি গ্রুপের ৬ সদস্যকে গত ৩০ আগস্ট গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল। তারা হলো- রকিবুল হাসান ফ্রান্স, রিয়াজুল ইসলাম, কামরুজ্জামান ওরফে নাইম, আলম, আল-আমিন ও নয়ন। র‌্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার গ্রেপ্তারদের জিজ্ঞাবাবাদের বরাত দিয়ে জানান, দেশের কিছু সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে ঢুকছে অস্ত্র। আর সেই অস্ত্র বিভিন্ন মাধ্যমে চলে আসছে রাজধানীর অপরাধীদের হাতে। তারা এই অস্ত্র খুন, চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো কাজে ব্যবহার করছে। আবার এই অপরাধীরাই সেই অস্ত্র বিক্রি করছে, এমনকি সেই ভাড়াও খাটানো হচ্ছে। 

গত ২৪ সেপ্টেম্বর দিবাগত ভোররাতে কল্যাণপুর বাস স্ট্যান্ডের পাশে কেয়ারি বুরুজ অ্যাপার্টমেন্টে র‌্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে আজগর আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। র‌্যাব-১১ এর সহকারী পরিচালক (মিডিয়া) গোলাম মোর্শেদ জানান, রাজধানীর কল্যাণপুর এলাকার একটি ভবনের ১৩ তলায় অস্ত্র ক্রয়-বিক্রয়ের নিরাপদ আস্তানা গড়ে তুলেছিল এই ব্যক্তি। তার কাছ থেকে একটি দুইনলা বিদেশি বন্দুক ও ৫০টি লিড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার একটি রূপচর্চাকেন্দ্রে এক নারীর রেখে যাওয়া ব্যাগ থেকে ১টি পিস্তলসহ ১০ লাখ জাল টাকা উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম বলেন, পিস্তলটি বিদেশি বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া আগ্নেয়াস্ত্র সম্পর্কে তথ্য পেতে গত আগস্ট মাসে পুরস্কার ঘোষণা করে সরকার। লাইট মেশিনগান (এলএমজি) উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ৫ লাখ টাকা, একটি সাব-মেশিনগান (এসএমজি) উদ্ধারে তথ্য দিলে দেড় লাখ টাকা, চায়নিজ রাইফেলের জন্য ১ লাখ টাকা, পিস্তল বা শটগানের জন্য ৫০ হাজার টাকা ও প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কার ঘোষণা করে সরকার। তবে এরপরও সাড়া মেলেনি সেভাবে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে ৫ হাজার ৭৫৩টি আগ্নেয়াস্ত্র ও ৬ লাখ ৫১ হাজার ৬০৯টি গুলি লুট হয়। এর মধ্যে ১ হাজার ৩০০টির বেশি আগ্নেয়াস্ত্র ও আড়াই লাখের বেশি গুলি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। লুট হওয়া অস্ত্র দিয়ে গত বছরের অক্টোবর-নভেম্বরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলি করে একাধিক হত্যাকাণ্ডসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়। 

গত বছরের নভেম্বরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার করা হয় ময়মনসিংহের কোতোয়ালির মো. মোতালেবের মেয়ে শাহিদা ইসলামের গুলিবিদ্ধ লাশ। তিনি পুরান ঢাকার ওয়ারীতে মা ও ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় তার প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে গ্রেপ্তার করা হয়। পরে জানা যায়, শাহিদাকে যে অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে, সেটি ছিল পুলিশের লুট হওয়া অস্ত্র। গত ২৮ মে চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকা থেকে মো. পারভেজ ও রিয়াজুর রহমান নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় দুজনের কাছ থেকে ধারালো দেশি অস্ত্রসহ একটি রিভলভার ও গুলি উদ্ধার করে পুলিশ। 

পুলিশ বলছে, এসব রিভলভার ও গুলি গত বছরের ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট করে দুর্বত্তরা। ওই দুই ব্যক্তি লুট করা অস্ত্র দিয়ে পাহাড়তলী টোল সড়কে বিমানবন্দর ও পতেঙ্গাগামী যাত্রীদের ছিনতাই করত। অস্ত্র উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। নির্বাচন উপলক্ষে নয়, সারাবছরই যেন কোনো ধরনের অস্ত্র দেশে ঢুকতে না পারে, সেজন্য পদক্ষেপ নেয়া হবে। নিয়মিত অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচনের আগে আমরা আশা করছি প্রায় সব অস্ত্র উদ্ধার করতে পারব। নির্বাচনের সময় বিদেশ থেকে অস্ত্র ঢোকার প্রবণতা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এই ধরনের প্রবণতা রোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) এএইচএম শাহাদত হোসাইন ভোরের কাগজকে বলেন, অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও বৈধ আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার যেন না হয়, সেজন্য পুলিশ সচেষ্ট। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজের ৩ প্যাকেজ ঘোষণা করলো অন্তর্বর্তী সরকার

হজের ৩ প্যাকেজ ঘোষণা করলো অন্তর্বর্তী সরকার

খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সহিংসতা, নিহত ৩

খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই সহিংসতা, নিহত ৩

পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত, একাদশে যারা

এশিয়া কাপ ফাইনাল পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত, একাদশে যারা

অপরাধের রমরমার মধ্যে অবৈধ অস্ত্রের ঝনঝনানি!

সীমান্ত পথে দেশে ঢুকছে অস্ত্র অপরাধের রমরমার মধ্যে অবৈধ অস্ত্রের ঝনঝনানি!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App