বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ এএম

ছবি : সংগৃহীত
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় এটি লঘুচাপে পরিণত হয়। আবহাওয়া অধিদপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, এটি পশ্চিম-উত্তর দিকে অগ্রসর হতে পারে।
এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরের ওপর বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উপকূলীয় মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে নিরাপদ চলাচলের জন্য উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন : রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এসব এলাকার নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।