×

আবহাওয়া

শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:১২ পিএম

শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস

ছবি : সংগৃহীত

শীতের প্রাথমিক আমেজের মধ্যেই দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৬ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আগামী পাঁচ দিনে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, তবে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিসের সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার (২৮ জানুয়ারি) রংপুর বিভাগের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন : স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে জামিন

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এরপর পরবর্তী ২৪ ঘণ্টায় সামান্য কমতে পারে। বুধবার ও বৃহস্পতিবার রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, দিনে সামান্য কমবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এতে বোঝা যাচ্ছে, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়া স্থিতিশীল থাকলেও হালকা বৃষ্টি ও কুয়াশার কারণে কিছু এলাকায় আংশিক পরিবর্তন অনুভূত হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইয়ের প্রি-অর্ডার শুরু

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইয়ের প্রি-অর্ডার শুরু

ভোলায় বাসচাপায় মা-ছেলেসহ নিহত ৩

ভোলায় বাসচাপায় মা-ছেলেসহ নিহত ৩

শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস

শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App