×

ক্রিকেট

দেশেই আছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

দেশেই আছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

রবিবার সন্ধ্যা থেকে ক্রিকেটাঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। রাতভর এই খবরে দেশের ক্রিকেট অঙ্গন ছিল বেশ সরগরম। এমনকি গুঞ্জন ওঠে, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তবে বিসিবির একাধিক পরিচালক তখনই নিশ্চিত করেন, বুলবুল দেশেই অবস্থান করছেন।

এ বিষয়ে রবিবার বুলবুল নিজেও স্পষ্টভাবে জানান, তিনি কোথাও যাচ্ছেন না। তিনি বলেন, ‘আমি দেশেই আছি। কোথাও যাওয়ার কোনো পরিকল্পনা হয়নি।’

সোমবার (২৬ জানুয়ারি) সকাল এগারোটার দিকে বিসিবি সভাপতি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন। এ সময় তাকে মাঠের চারপাশে পায়চারি করতে দেখা যায়। পরে নিয়মিত দাপ্তরিক কার্যক্রমেও অংশ নিতে দেখা গেছে তাকে।

আরো পড়ুন : পাকিস্তানকে বিশ্বকাপে খেলার অনুমতি দেবে না সরকার

উল্লেখ্য, পূর্ণ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই চ্যালেঞ্জিং সময় পার করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। তবে আইসিসি বিসিবির সেই আবেদন গ্রহণ না করে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে।

এর ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া হচ্ছে না বাংলাদেশ দলের। একই সময়ে বিসিবির অভ্যন্তরেও তৈরি হয়েছে অস্থিরতা। বোর্ডের এক পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে, যার পরিপ্রেক্ষিতে তিনি অডিট কমিটি থেকে পদত্যাগ করেছেন। এছাড়া আরেক পরিচালক ইশতিয়াক সাদেকও পদত্যাগ করেন।

বিসিবির এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সোমবার তার উপস্থিতিতে সেই গুঞ্জনের অবসান ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের হাসপাতাল ও ক্লিনিককে জরুরি নির্দেশনা জারি

দেশের হাসপাতাল ও ক্লিনিককে জরুরি নির্দেশনা জারি

স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে জামিন

স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে জামিন

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার

দেশেই আছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

দেশেই আছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App