×

আন্তর্জাতিক

পুজেমনকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ জার্মান আদালতের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০১৮, ০৮:২৩ পিএম

পুজেমনকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ জার্মান আদালতের

স্পেনের কাতালানিয়া অঙ্গরাজ্যের সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজেমনকে পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন জার্মানির একটি আদালত। তাকে ‘বিদ্রোহের’ অভিযোগে বিচারের জন্য স্পেনের কাছে হস্তান্তর করা হতে পারে। খবর এএফপি’র।

জার্মানির উত্তরাঞ্চলীয় কিয়েলের আঞ্চলিক আদালত জানায়, ‘স্পেনের কাছে হস্তান্তরের ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পুজেমন আটক থাকবেন।’ একদিন আগে পুজেমনকে গ্রেফতার করা হয়।

স্পেনের কৌঁসুলিরা পুজেমনের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ও রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার অভিযোগ আনার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পাঁচ মাস পর জার্মানিতে আটক হলেন। তার এই গ্রেফতারে কাতালোনিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে।

পুজেমনের আইনজীবীদের পক্ষ থেকে তাকে স্পেনের কাছে হস্তান্তরের বিষয়ে জার্মান সরকার আনুষ্ঠানিক সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত মুক্ত রাখার আহ্বান জানালে আদালত তা নাচক করে দেন।

ডেনমার্ক থেকে সীমান্ত পাড়ি দিয়ে জার্মানি প্রবেশ করলে রবিবার তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে স্পেন ইউরোপিয়ান গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এদিকে পুজেমনের আইনজীবী জউমি অ্যালোনসো-কুয়েভিলাস বলেন, পুজেমন বেলজিয়ামে ফিরে যাচ্ছিলেন।

উল্লেখ্য, স্পেনের কেন্দ্রীয় সরকার সরাসরি কাতালোনিয়ার শাসনভার গ্রহণ করলে পুজেমন বেলজিয়ামে পালিয়ে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানো দেশের জন্য ভালো খবর: মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানো দেশের জন্য ভালো খবর: মির্জা ফখরুল

৩৩ বছর অতিক্রান্ত, অবশেষে জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ

৩৩ বছর অতিক্রান্ত, অবশেষে জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ

যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যে শুল্ক কমানো ‘সন্তোষজনক’: আমীর খসরু

যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যে শুল্ক কমানো ‘সন্তোষজনক’: আমীর খসরু

১৫ শতাংশ শুল্ক কমানো অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা: আসিফ নজরুল

১৫ শতাংশ শুল্ক কমানো অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা: আসিফ নজরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App