টঙ্গীতে মিলগেট এলাকায় ঝুটের গুদামে আগুন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩০ এএম

ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় কাঁচাবাজারের ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের বিষয়ে স্থানীয়রা জানায়, ভোর ৫টার দিকে আরিফের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশের গোডাউনে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ চালিয়ে গেলেও আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথমে চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে উত্তরা থেকে আরো তিন ইউনিটসহ ৭ ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শাহিন জানান, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে চারটি ইউনিট ও পরে আরো তিনটি ইউনিট যোগ দেয়।
তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।