×

আফ্রিকা

তানজানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১১:১৭ এএম

তানজানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩৮

মরদেহ এতটাই দগ্ধ হয়েছে যে এখনো তাদের শনাক্ত করা যায়নি। ছবি : সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন যাত্রী। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় দেশটির কিলিমানজারো অঞ্চলের সাবাসাবা এলাকায় একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের পর আগুন ধরে যায়। এর পরপরই আগুন ছড়িয়ে পড়লে যাত্রীদের অধিকাংশই ঘটনাস্থলেই পুড়ে মারা যান।

এখনও নিহতদের জাতীয়তা বা পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি। নিহতদের অধিকাংশের পরিচয় শনাক্ত যায়নি। দুর্ঘটনার কারণ হিসেবে বাসের টায়ার বিস্ফোরণ ও নিয়ন্ত্রণ হারানোকে প্রাথমিকভাবে দায়ী করা হয়েছে। স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থলে উদ্ধার কাজ এখনো চলছে।

স্থানীয় কর্তৃপক্ষ এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, দুর্ঘটনায় ২৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ দমকলকর্মী নিহত

তানজানিয়ার প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে মাত্র দুজন নারী যাত্রীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি ৩৬ জনের মরদেহ এতটাই দগ্ধ হয়েছে যে এখনো তাদের শনাক্ত করা যায়নি।

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি বলেন, আমাদের সড়কে প্রায়ই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আমাদের নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে আরো কঠোর হওয়া জরুরি।

প্রসঙ্গত, তানজানিয়ায় সড়ক দুর্ঘটনা প্রায় নিত্যদিনের ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র ২০১৬ সালেই তানজানিয়ায় ১৩ হাজার থেকে ১৯ হাজার মানুষের মৃত্যু ঘটেছে সড়ক দুর্ঘটনায়। অথচ সে বছরের সরকারি হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা মাত্র ৩ হাজার ২৫৬ জন ছিল।

সরকারি উদ্যোগের পরও দুর্ঘটনার হার কমেনি। ট্রাফিক আইন বাস্তবায়ন, চালকের প্রশিক্ষণ ঘাটতি এবং যানবাহনের রক্ষণাবেক্ষণের অভাবকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

চলতি বছরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চলতি বছরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

রাজশাহীতে আওয়ামী লীগের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৬

রাজশাহীতে আওয়ামী লীগের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৬

বিএনপির প্রয়াত নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পায়নি সিআইডি

মানিলন্ডারিং বিএনপির প্রয়াত নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পায়নি সিআইডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App