×

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ দমকলকর্মী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১১:০৭ এএম

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ দমকলকর্মী নিহত

ঘটনাস্থলে একাধিক দিক থেকে গুলি চালানো হয়েছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য আইডাহোর পাহাড়ি অঞ্চলে ভয়াবহ এক বন্দুক হামলায় দুই দমকলকর্মী নিহত হয়েছেন। আগুন নেভাতে গিয়ে স্নাইপার গুলিতে নিহত হন তারা। ঘটনার পেছনে একাধিক বন্দুকধারীর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২৯ জুন) স্থানীয় সময় বিকেল ১টা ২২ মিনিটে আইডাহোর কোউর ডিঅ্যালেন শহর থেকে সাড়ে ছয় কিলোমিটার উত্তরে বনে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ। আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা পৌঁছালে দুপুর ২টার দিকে তারা গুলির মুখে পড়েন।

সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে ধসে পড়ল ৩ ভবন, নিহত ১

স্থানীয় শেরিফ কার্যালয় জানায়, ঘটনাস্থলে একাধিক দিক থেকে গুলি চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে এ হামলায় একাধিক বন্দুকধারী জড়িত থাকাতে পারে।

কোতেনাই কাউন্টি শেরিফ রবার্ট নরিস জানান, আমরা যখন ঘটনাস্থলে যোগাযোগ করছিলাম, তখনই স্নাইপার হামলা শুরু হয়। কয়েকজন কর্মকর্তা জানায়, তারা একাধিক দিক থেকে গুলির শব্দ পেয়েছেন।

প্রাথমিকভাবে দুই জন দমকলকর্মীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইডাহো শেরিফ দপ্তর, এফবিআই ও স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী।

এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো বলেন, আমাদের সদস্যরা কৌশলগত সহায়তা এবং প্রতিরোধমূলক অবস্থানে রয়েছেন।

আইডাহোর গভর্নর ব্রাড লিটল এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, আমাদের সাহসী ফায়ারফাইটারদের ওপর জঘন্য হামলা হয়েছে। আমি আইডাহোর জনগণকে আহ্বান জানাচ্ছি— এই দুঃখজনক ঘটনায় নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করুন।

সতর্ক করে তিনি আরো বলেন, পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে, তাই আইন প্রয়োগকারী সংস্থার কাছাকাছি না যাওয়াই শ্রেয়। তাদের কাজকে সহজ করতে আমাদের সহযোগিতা করতে হবে।

এখনও পর্যন্ত হামলার কারণ, হামলাকারীর সংখ্যা ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। শেরিফ নরিস সংবাদ সম্মেলনে বলেন, আমরা নিশ্চিত নই— হামলাকারী একজন, না একাধিক। তবে এটা স্পষ্ট যে, এটি ছিল সুপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত একটি হামলা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার ‘প্রিন্স’ রূপে আসছেন শাকিব খান, ঝড় তুললো পোস্টার

এবার ‘প্রিন্স’ রূপে আসছেন শাকিব খান, ঝড় তুললো পোস্টার

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

কারা আছে, কারা নেই এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

মেঘনায় উদ্ধার মরদেহ সাংবাদিক বিভুরঞ্জনের, ধারণা পুলিশের

মেঘনায় উদ্ধার মরদেহ সাংবাদিক বিভুরঞ্জনের, ধারণা পুলিশের

সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, পরিবারের জিডি

সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, পরিবারের জিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App