শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৭:১৭ পিএম

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ছবি: সংগৃহীত
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) পুলিশের গোয়েন্দা বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।
তিনি বলেন, রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ে স্ত্রীর সম্মানে এক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন সফরের ব্যাপারে জিজ্ঞাসাবাদের পর বিক্রমাসিংহেকে হেফাজতে নেয়া হয়। আমরা তাকে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করবো। তার বিরুদ্ধে ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের অভিযোগ আনা হচ্ছে।
২০২৩ সালে জি-৭৭ সম্মেলন শেষে হাভানা থেকে ফেরার পথে বিক্রমাসিংহে লন্ডন যান। সেখানে তিনি ও তার স্ত্রী উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন। বিক্রমাসিংহের দাবি, তার স্ত্রীর ভ্রমণ খরচ তিনি বহন করতেন এবং রাষ্ট্রীয় তহবিল থেকে স্ত্রীর জন্য কোনো ব্যয় হয়নি।
তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযোগ করেছে, বিক্রমাসিংহে ব্যক্তিগত সফরে নিজের এবং স্ত্রীর ভ্রমণের জন্য সরকারি অর্থ ব্যবহার করেছেন। তার দেহরক্ষীদের বেতনও রাষ্ট্রীয় তহবিল থেকেই হয়।