কেনিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২১
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০১:০৯ পিএম
ছবি : সংগৃহীত
কয়েক দিন ধরে টানা প্রবল বর্ষণের পর কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় এলগেও মারাকোয়েত প্রদেশের চেসোঙ্গোচ জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরো ৩০ জন। আহত হয়েছেন বহু মানুষ।
শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে রিফ্ট ভ্যালি বা রিফ্ট উপত্যকা অঞ্চলের পাহাড়ি এলাকায় এই ভূমিধস ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে ৩০ জনকে হেলিকপ্টারে করে এলডোরেট শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর সিএনএন।
দুর্যোগে রিফ্ট উপত্যকা অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং সড়ক যোগাযোগ নেটওয়ার্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সকাল থেকে কেনিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করলেও, অব্যাহত বৃষ্টিপাত এবং রাস্তা ভেঙে যাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
আরো পড়ুন : ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু
ভূমিধস থেকে প্রাণে বেঁচে যাওয়া স্থানীয় বাসিন্দা স্টিফেন কিটোনি কেনিয়ার টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভি-কে বলেন, প্রতিদিনের মতো আমরা পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বুঝতে পারি মাটি নড়ে উঠেছে, তখনই স্ত্রী-সন্তানকে নিয়ে দৌড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিই।
কেনিয়ার পাহাড়ি জেলা চেসোঙ্গোচে ভূমিধস খুব একটা বিরল নয়। এর আগে ২০১০ ও ২০১২ সালের বর্ষা মৌসুমেও এ অঞ্চলে ভয়াবহ ভূমিধস হয়েছিল, যাতে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। এছাড়া ২০২০ সালে বড় ধরনের বন্যায় এলাকার একটি শপিং সেন্টার সম্পূর্ণ ভেসে যায়।
