×

ভারত

ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পিএম

ভারতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গা। ছবি : সংগৃহীত

ভারতের কেরালায় সফরকালেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা রাইলা ওদিঙ্গা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বুধবার (১৫ অক্টোবর) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের কেরালা রাজ্যের দেবামাতা হাসপাতাল।

আফ্রিকার রাজনীতিতে রাইলা ওদিঙ্গাকে দীর্ঘদিন ধরেই অন্যতম প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচনা করা হতো। চিকিৎসার উদ্দেশে ভারতে আসলেও শেষ পর্যন্ত আর দেশে ফেরা হয়নি এই বর্ষীয়ান নেতার। খবর আল–জাজিরা, এপি, এএফপি।

আরো পড়ুন : সুদানে আরএসএফের হামলায় নিহত অন্তত ৩০

কেরালার স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তাসংস্থা এপি জানিয়েছে, সকালে হাঁটতে বের হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার বোন, মেয়ে, ব্যক্তিগত চিকিৎসক এবং ভারত ও কেনিয়ার নিরাপত্তাকর্মীরা। হাঁটার একপর্যায়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ওদিঙ্গা। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কেরালার এরানকুলাম জেলার পুলিশ সুপার কৃষ্ণ এম গণমাধ্যমকে জানান, তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে পৌঁছানোর পরই তাকে মৃত ঘোষণা করা হয়।

রাইলা ওদিঙ্গা ১৯৯৭ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচবার কেনিয়ার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে কখনও জয়ী হতে পারেননি। তবুও তিনি কেনিয়ার রাজনীতিতে একজন দৃঢ় ও জনপ্রিয় বিরোধী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম মাতৃভূমি প্রথমে ওদিঙ্গার মৃত্যুর খবর প্রকাশ করে। তারা জানায়, ওদিঙ্গা কেরালার কোচি শহরে চিকিৎসা নিচ্ছিলেন।

কেনিয়ার রাজধানী নাইরোবিতে তিনি ছিলেন বিরোধী রাজনীতির অন্যতম শক্তিশালী মুখ। দেশটিতে ২০২৭ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় খালেদা জিয়া : আহমেদ আযম

অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় খালেদা জিয়া : আহমেদ আযম

এমন কোনো কথা বলতে চাই না যেটা বিতর্ক সৃষ্টি করবে : অপু বিশ্বাস

এমন কোনো কথা বলতে চাই না যেটা বিতর্ক সৃষ্টি করবে : অপু বিশ্বাস

শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

মানবতাবিরোধী অপরাধ শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে ম্যানিলায় গণবিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে ম্যানিলায় গণবিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App