×

আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পিএম

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ৯

ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের নিকটবর্তী বেকার্সদাল শহরে একটি পানশালায় সশস্ত্র হামলার ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

রোববার এক বিবৃতিতে বেকার্সদাল শহরের পুলিশ জানায়, একটি সাদা রঙের মাইক্রোবাস ও একটি রুপালি রঙের গাড়িতে করে আসা ১২ জন সশস্ত্র ব্যক্তি হঠাৎ করে ওই পানশালায় এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে পানশালার মালিকসহ ৯ জন ঘটনাস্থলেই নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন। হামলাকারীরা অল্প সময় সেখানে অবস্থান করে এবং পুরো সময়জুড়েই গুলি ছুড়তে থাকে। পুলিশ আরও জানায়, হামলার শিকার পানশালাটি বৈধ ও সরকারিভাবে নিবন্ধিত ছিল।

তবে দক্ষিণ আফ্রিকার সরকারি টেলিভিশন চ্যানেল এসএবিসি জানিয়েছে, গুলিবর্ষণ ও হতাহতের ঘটনা পানশালার ভেতরে নয়, বরং পানশালার বাইরের সড়কে সংঘটিত হয়েছে।

জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকার গাউটেং প্রদেশের রাজধানী। গাউটেং প্রাদেশিক পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার ফ্রেড কেকানা বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামত সংগ্রহের কাজ এখনো চলছে। কেন্দ্রীয় পুলিশ হেডকোয়ার্টারের অপরাধ ও ব্যবস্থাপনা টিম এ কাজে সহায়তা করছে। একই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ ও প্রাদেশিক পুলিশের সদস্যরাও তদন্তে যুক্ত রয়েছেন।

তিনি আরো জানান, কী কারণে এ হামলা সংঘটিত হয়েছে এবং কারা এর পেছনে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের সবাইকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দিনের তাপমাত্রা কমার আভাস

দিনের তাপমাত্রা কমার আভাস

আমি থেমে থাকি না: শাকিব খান

আমি থেমে থাকি না: শাকিব খান

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App