চীনে টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যায় ৩০ জনের মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:১৮ পিএম

বেইজিংয়ে টানা ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। ছবি : সংগৃহীত
চীনের রাজধানী বেইজিংয়ে টানা ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শহরের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকাগুলোতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।
সরকারি বার্তাসংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, বেইজিংয়ের মিয়ুন জেলায় ২৮ জন এবং ইয়ানচিং জেলায় আরো দুই জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। সোমবার মধ্যরাত পর্যন্ত এই সংখ্যা জানা গেছে।
গত সপ্তাহান্ত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ সোমবার আরো তীব্র আকার ধারণ করে। বেইজিংয়ের উত্তরাঞ্চলে সর্বোচ্চ ৫৪৩ মিলিমিটার (২১.৩ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকালেই কিছু এলাকায় আরো ৩০০ মিলিমিটার (১১.৮ ইঞ্চি) বৃষ্টি হতে পারে।
প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ইতোমধ্যেই ৮০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বহু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৩৬টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
আরো পড়ুন : ব্যাংককের মার্কেটে এলোপাতাড়ি গুলি, নিহত ৬
বেইজিংয়ের মিয়ুন জেলার ১৯৫৯ সালে নির্মিত একটি জলাধারের পানি ধারণক্ষমতা ইতিহাসের সর্বোচ্চ সীমায় পৌঁছানোর পর সেখান থেকে অতিরিক্ত পানি ছাড়া হয়েছে। ফলে নিচু এলাকার নদীগুলোর পানি আরো বাড়তে পারে বলে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার রাতে উদ্ধার অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন, যাতে প্রাণহানি আরো কমানো যায়। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্কুল বন্ধ রাখা হয়েছে, নির্মাণকাজ ও সব ধরনের আউটডোর পর্যটন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং বাসিন্দাদের ঘরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার রাজধানী বেইজিং থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের তাইশিতুন শহরের রাস্তাগুলো কাদা আর বন্যার পানিতে ঢেকে যায়। স্থানীয় বাসিন্দা ঝুয়াং ঝেলিন অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, বন্যার পানি হঠাৎ করে চলে এলো। এত দ্রুত সব কিছু প্লাবিত হয়ে গেল যে কিছু বোঝার আগেই সব ডুবে গেল।
এছাড়া বেইজিংয়ের দক্ষিণের হেবেই প্রদেশে ভূমিধসে আরো ৪ জনের মৃত্যু এবং ৮ জন নিখোঁজ হওয়ার খবরও মিলেছে। প্রবল বৃষ্টি ও বন্যায় চীনের উত্তরাঞ্চলে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।