×

এশিয়া

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচন আয়োজনের প্রস্তুতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০২:১১ পিএম

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচন আয়োজনের প্রস্তুতি

মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিয়েছে জান্তা সরকার। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিয়েছে দেশটির সামরিক সরকার (জান্তা)। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক লিখিত আদেশে সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং এই সিদ্ধান্তের কথা জানান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়ে জান্তা মুখপাত্র জৌ মিন তুন এক অডিও বার্তায় বলেছেন, বহুদলীয় গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে সরকার নতুন পার্লামেন্ট নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই আজ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হলো।

মিয়ানমারে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। সেই নির্বাচনে নোবেল বিজয়ী অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল জয় পেলেও সেনাবাহিনী ভোট কারচুপির অভিযোগ তোলে। এরপর ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে এবং দেশে জরুরি অবস্থা জারি করে।

আরো পড়ুন : পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং, যিনি পরবর্তীতে সামরিক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

জরুরি অবস্থা প্রত্যাহারের ফলে মিয়ানমারে নতুন জাতীয় নির্বাচন আয়োজনের পথ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হলো। তবে সমালোচকরা বলছেন, জান্তার অধীনে অনুষ্ঠিত যে কোনো নির্বাচন বস্তুনিষ্ঠ ও অবাধ হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়ে গেছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পের হুমকির পর রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত

ট্রাম্পের হুমকির পর রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র

নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি

নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি

৩৪ লাখ টাকা পান ডলি জহুর, কান্নাকাটি করেও পাননি

৩৪ লাখ টাকা পান ডলি জহুর, কান্নাকাটি করেও পাননি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App