লুটপাট-সহিংসতা বন্ধে আলোচনায় বসার আহ্বান নেপালের সেনাপ্রধানের

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পিএম

ছবি : সংগৃহীত
নেপালে চলমান তীব্র আন্দোলনের মাঝে সহিংসতা ও লুটপাট বন্ধের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। তিনি আন্দোলনকারীদের প্রতি সড়ক থেকে সরে এসে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান।
শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলনের চাপে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং প্রেসিডেন্ট ও সরকারপ্রধান রাম কুমার পৌদেল। তাদের পদত্যাগের পর সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে। খবর এনডিটিভি ওয়ার্ল্ডের।
মঙ্গলবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে সেনাপ্রধান বলেন, আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কিছু গোষ্ঠী এ পরিস্থিতির সুযোগ নিয়ে লুটপাট, হামলা এবং সরকারি-বেসরকারি সম্পদ ধ্বংস করছে। তিনি বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে আন্দোলনকারীরা যেন সহিংসতা থামিয়ে আলোচনায় আসেন। আমাদের ঐতিহাসিক ও জাতীয় ঐতিহ্য, জনগণ, সম্পদ এবং বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা রক্ষা করতে হবে।
আরো পড়ুন : বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে দুই দিনের আন্দোলনে নেপালে ব্যাপক সহিংসতা হয়। ৮ সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৯ জন নিহত এবং শতাধিক আহত হন। পরদিন বিক্ষোভ আরো ভয়াবহ রূপ নেয়, আন্দোলনকারীরা পার্লামেন্ট ও মন্ত্রী-এমপিদের বাসভবনসহ নানা স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান।
পরিস্থিতি বেগতিক হওয়ায় গতকাল দুপুরে প্রধানমন্ত্রী অলি এবং সন্ধ্যায় প্রেসিডেন্ট পৌদেল পদত্যাগ করেন। এর পরই সেনাবাহিনী দেশে কারফিউ জারি করে।
সেনাপ্রধান সিগদেল সতর্ক করে বলেন, যারা সেনাবাহিনীর আহ্বান উপেক্ষা করে সহিংসতা চালিয়ে যাবেন, তাদের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।