'হাঁস চুরির চেষ্টা করলে ছাড় দেব না', প্রতীক পেয়ে রুমিন ফারহানার হুঁশিয়ারি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম
ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত নারীনেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তার পছন্দের ‘হাঁস’ প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান উপস্থিত থেকে প্রতীক প্রদান করেন। বরাদ্দ অনুষ্ঠান চলাকালে রুমিন ফারহানার সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন এবং ‘হাঁস’ মার্কার সমর্থনে স্লোগান দেন।
প্রতীক পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে রুমিন ফারহানা বলেন, আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত। ছোট ছোট বাচ্চারাও এখন আমাকে দেখে ‘হাঁস মার্কা’ বলে চিৎকার করছে। এই প্রতীক আমার নয়, এটি আমার সাধারণ ভোটারদের প্রতীক।
আরো পড়ুন : রিট বাতিল, প্রার্থীতা হারালেন মঞ্জুরুল আহসান মুন্সী
ভোটে কারচুপির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমার হাঁসগুলো যখন আগে চুরি হয়েছিল, আমি চোরকে ছাড়িনি, মামলা করে জেলে ভরেছি। এবারও যদি কেউ জনগণের এই ‘হাঁস’ চুরি করার চেষ্টা করে, আমি যথাযথ ব্যবস্থা নেব। আমি কোনো দলের নয়, আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রার্থী। নির্বাচিত হলে আপনাদের পরামর্শ অনুযায়ী এলাকার উন্নয়ন করব।
এদিন সকাল থেকেই জেলার ছয়টি আসনের প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভিড় জমান। প্রতীক বরাদ্দের পর অনেক প্রার্থীর আনন্দ মিছিলও লক্ষ্য করা গেছে।
রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, প্রতীক বরাদ্দ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন থেকে প্রার্থীরা আচরণবিধি মেনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।
