এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল ম্যানিলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ পিএম

সরকারি প্রকল্পে কোটি কোটি ডলারের অপচয় ও অনিয়মের অভিযোগ ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফিলিপাইন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার পর এবার দুর্নীতির বিরুদ্ধে জেগে উঠেছে ফিলিপাইনের তরুণ প্রজন্ম। রোববার (২১ সেপ্টেম্বর) সরকারি প্রকল্পে কোটি কোটি ডলারের অপচয় ও অনিয়মের অভিযোগ ঘিরে রাজধানী ম্যানিলা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে বলা হয়, ২০২২ সাল থেকে ফিলিপাইন সরকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে প্রায় ৯৫০ কোটি ডলার খরচ করেছে। কিন্তু সাম্প্রতিক বর্ষণে রাজধানীসহ বিভিন্ন এলাকা ডুবে যাওয়ায় প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই ক্ষোভই এখন রাজপথে প্রতিবাদে রূপ নিয়েছে।
রোববার বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সমাবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের দিকে পাথর নিক্ষেপ করা হয়, সড়কে টায়ার পুড়িয়ে অবরোধ সৃষ্টি করা হয়। পাল্টা ব্যবস্থা হিসেবে পুলিশ টিয়ার গ্যাস, ওয়াটার ক্যানন ও ফ্ল্যাশব্যাং ব্যবহার করে।
আরো পড়ুন : প্রকাশ্যে এসেই ‘বোমা ফাটালেন’ নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই মুখে মাস্ক পরে ছিলেন। কেউ কেউ আবার জাপানি মাঙ্গা সিরিজ ওয়ান পিস-এর পতাকা ব্যবহার করেন। এগুলো সম্প্রতি ইন্দোনেশিয়ার তরুণদের আন্দোলনেও প্রতীক হিসেবে দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সাংস্কৃতিক প্রতীক নতুন প্রজন্মের ক্ষোভ প্রকাশের এক অভিনব ভাষা তৈরি করছে।
সাবেক স্বৈরশাসক ফের্দিনান্দ মার্কোস সিনিয়রের সেনাশাসন ঘোষণার বার্ষিকীর সঙ্গে মিল রেখে এই বিক্ষোভের দিন নির্ধারণ করেছে বিক্ষোভকারীরা। তখনকার মতোই এবারও দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগেই রাস্তায় নেমেছে সাধারণ মানুষ।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। তবে রাজধানীর অন্য এলাকায় শান্তিপূর্ণ সমাবেশও অনুষ্ঠিত হয়েছে। সেখানে হাজার হাজার মানুষ সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলেছেন।