ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক হিসেবে ‘ফুটবল’ পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন।
প্রতীক বরাদ্দের পর প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, গত কয়েকদিন ধরে তিনি ঢাকা–৯ আসনের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে বারবার একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে—নির্বাচনে তার প্রতীক কী হবে। ব্যালট পেপারে কোন প্রতীকে তাকে পাওয়া যাবে, তা জানতে আগ্রহ দেখিয়েছেন অনেকেই।
আরো পড়ুন : হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
তাসনিম জারা বলেন, আজ সেই প্রশ্নের একটি স্পষ্ট উত্তর পাওয়া গেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি জানান, আগামীকাল থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু হবে। তিনি বলেন, যে ধরনের রাজনীতি তিনি সামনে দেখতে চান—স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি—সেই মূল্যবোধকে ভিত্তি করেই তাদের ক্যাম্পেইন পরিচালিত হবে।
এ সময় তিনি সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন।
