মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম
ছবি : সংগৃহীত
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে গুলিবর্ষণে এক শিশু আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত কাও সো মো-কে তলব করেছে সরকার।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এই ঘটনার বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রদূতের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে, বিনা উস্কানিতে বাংলাদেশের ভূখণ্ড লক্ষ্য করে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনা দুই প্রতিবেশী দেশের সুসম্পর্কের জন্য বড় ধরনের প্রতিবন্ধক বলেও উল্লেখ করা হয়।
বাংলাদেশের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের আন্তঃসীমান্ত গোলাগুলি বন্ধে মিয়ানমারকে সম্পূর্ণ দায়িত্ব নিতে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়, মিয়ানমার কর্তৃপক্ষ ও দেশটির ভেতরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যাই ঘটুক না কেন, তার প্রভাব যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে—এটি নিশ্চিত করা মিয়ানমারের দায়িত্ব।
এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বস্ত করেন যে, তার সরকার এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি আহত শিশু ও তার পরিবারের প্রতি মিয়ানমার সরকারের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
