×

এশিয়া

যে চুক্তি হলো ট্রাম্প-জিনপিং বৈঠকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১১:২৭ এএম

যে চুক্তি হলো ট্রাম্প-জিনপিং বৈঠকে

ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। ছবি : সংগৃহীত

ছয় বছর পর মুখোমুখি বৈঠকে বসে দুর্লভ খনিজ সরবরাহ নিয়ে এক বছরের সমঝোতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও চীন। দক্ষিণ কোরিয়ার বুসান নগরীতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং চুক্তিতে পৌঁছান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই এই চুক্তি সম্পন্ন হয়েছে। বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি ও চীনা প্রেসিডেন্ট দুর্লভ খনিজ সরবরাহ বিষয়ে এক বছরের জন্য নতুন সমঝোতায় এসেছেন।

এটি ছিল দুই নেতার মধ্যে ছয় বছর পর প্রথম সরাসরি সাক্ষাৎ। ট্রাম্প বলেন, সব দুর্লভ খনিজের ইস্যুটি এখন সমাধান হয়েছে, যা পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। তিনি জানান, এই চুক্তি এক বছরের জন্য কার্যকর থাকবে এবং প্রতি বছর তা পুনর্বিবেচনা করা হবে।

এছাড়া, চীনা পণ্যের ওপর ফেন্টানিল-সম্পর্কিত শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই পদক্ষেপ দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক স্থিতিশীল করতে সহায়তা করবে।

চুক্তির ফলে বৈশ্বিক খনিজ সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গলায় সাপ জড়িয়ে প্রিয়াঙ্কার ফটোশ্যুট

গলায় সাপ জড়িয়ে প্রিয়াঙ্কার ফটোশ্যুট

নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি

মির্জা ফখরুল নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি

নারীর কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নেবে বিএনপি

তারেক রহমান নারীর কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নেবে বিএনপি

নভেম্বরেই গণভোটের দাবিতে ইসিতে আট দল

নভেম্বরেই গণভোটের দাবিতে ইসিতে আট দল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App