×

এশিয়া

চীনের সঙ্গে উত্তেজনা না বাড়াতে জাপানকে পরামর্শ দিলেন ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

চীনের সঙ্গে উত্তেজনা না বাড়াতে জাপানকে পরামর্শ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি : সংগৃহীত

চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা আরো না বাড়াতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে এই বার্তা দেন ট্রাম্প।

এ তথ্য নিশ্চিত করেছেন আলোচনার বিষয়ে অবগত একাধিক কর্মকর্তা। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

তাকাইচি চলতি মাসে পার্লামেন্টে বলেছিলেন, তাইওয়ানে চীনের সম্ভাব্য সামরিক পদক্ষেপ জাপানের টিকে থাকার জন্য হুমকি হতে পারে। সংবিধান অনুযায়ী, এমন পরিস্থিতিতে জাপান চাইলে সেনা পাঠাতে পারে—তার এই বক্তব্য সাম্প্রতিক বছরগুলোয় বেইজিং ও টোকিওর মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করেছে।

জাপানের সরকারি দুই কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবারের ফোনকলে ট্রাম্প উত্তেজনা বৃদ্ধি এড়ানোর অনুরোধ করেন। সংবেদনশীলতার কারণে তারা নাম প্রকাশ করতে চাননি। একজন জানান, ট্রাম্প কোনো নির্দিষ্ট দাবি তোলেননি কিংবা তাকাইচিকে বক্তব্য প্রত্যাহারের কথাও বলেননি। অন্যদিকে জাপান বলছে, তাকাইচির মন্তব্য তাদের দীর্ঘদিনের নীতিরই প্রতিফলন।

ট্রাম্পের এই পরামর্শের খবর প্রথম প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা।

টোকিওর নীতিনির্ধারকদের আশঙ্কা, চীনের সঙ্গে বড় বাণিজ্যচুক্তির স্বার্থে ট্রাম্প হয়তো তাইওয়ানের প্রতি সমর্থন কমিয়ে দিতে পারেন। এতে বেইজিং আরো আক্রমণাত্মক হতে পারে, যা পূর্ব এশিয়ার স্থিতিশীলতা ঝুঁকির মুখে ফেলবে।

সোফিয়া বিশ্ববিদ্যালয়ের মার্কিন রাজনীতি বিশেষজ্ঞ কাজুহিরো মায়েজিমা বলেন, ট্রাম্পের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্র–চীন সম্পর্ক, আর জাপানকে প্রায়ই সেই সম্পর্ক ব্যবস্থাপনার একটি হাতিয়ার হিসেবে দেখা হয়।

ট্রাম্প–তাকাইচির ফোনালাপটি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আরেক আলোচনার পরপরই অনুষ্ঠিত হয়। ওই আলোচনায় শি বলেন, তাইওয়ানের সঙ্গে পুনর্মিলন বিশ্বব্যবস্থায় চীনের কাঙ্ক্ষিত অবস্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান আবারও জানিয়েছে, তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে কেবল দ্বীপটির জনগণ এবং ‘পুনর্মিলন’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাইওয়ান ইস্যুতে শির সঙ্গে আলোচনা নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি ট্রাম্প। বরং তিনি জোর দিয়েছেন যুক্তরাষ্ট্র–চীন সম্পর্কের দৃঢ়তায় এবং জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি বিস্তৃত বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার পথে।

আরো পড়ুন : হংকংয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪

হোয়াইট হাউসের এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো এবং এটি জাপানসহ অঞ্চলের অন্যান্য মিত্রের জন্যও ইতিবাচক। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বিশ্ব এখন শান্তিতে আছে, আর আমরা চাই সেটি এমনই থাকুক।

চীনের সঙ্গে উত্তেজনা নিয়ে ট্রাম্পের নীরবতা জাপানে উদ্বেগ বাড়িয়েছে—বিশেষ করে সম্প্রতি বেইজিং তাদের নাগরিকদের জাপানে ভ্রমণ এড়াতে বলার পর টোকিওর পর্যটন খাতে যে ধাক্কা লেগেছে, তা পরিস্থিতিকে আরো জটিল করেছে।

বিশ্লেষকদের মতে, শি জিনপিংয়ের সঙ্গে বার্তালাপের পর অর্জিত নাজুক বাণিজ্যসমঝোতা রক্ষা এবং আসন্ন বেইজিং সফরের আগে যেকোনো বিরোধ এড়াতেই এখন ট্রাম্পের প্রধান মনোযোগ কেন্দ্রীভূত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ১৩৬ ইন্সপেক্টরকে একযোগে বদলি

পুলিশের ১৩৬ ইন্সপেক্টরকে একযোগে বদলি

আবারও ভূমিকম্প

আবারও ভূমিকম্প

চীনের সঙ্গে উত্তেজনা না বাড়াতে জাপানকে পরামর্শ দিলেন ট্রাম্প

চীনের সঙ্গে উত্তেজনা না বাড়াতে জাপানকে পরামর্শ দিলেন ট্রাম্প

কড়াইল বস্তির বাতাসে দীর্ঘশ্বাস

কড়াইল বস্তির বাতাসে দীর্ঘশ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App